Bankura News: শিক্ষকতার স্বপ্ন? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ! বিশদে জেনে এখনই আবেদন করুন
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
Last Updated:
কোন বিষয়ে রয়েছে সুযোগ? শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য জেনে নিন।
বাঁকুড়া: সাঁওতালি ভাষায় শিক্ষকতার সুযোগ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে! কারা করতে পারবেন আবেদন ? কোন বিষয়ে রয়েছে সুযোগ? শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য রইল এই প্রতিবেদনে।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী, দর্শন, রসায়ন, ভূগোল, অঙ্ক এবং পদার্থবিদ্যাতে NET/SET-এ স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫% নম্বর যাদের রয়েছে এবং সাঁওতালি ভাষা অর্থাৎ অলচিকি ভাষায় দক্ষতা রয়েছে তারাই একমাত্র যোগাযোগ করতে পারবেন। অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যাঁদের রয়েছে তাঁরা ১৬ অক্টোবর, সোমবার দুপুর ১২:৩০ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক শিক্ষাদানের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারবেন। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। এই চাকরির বেতন বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই দেওয়া হবে।
advertisement
advertisement
এছাড়াও জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে পড়ার পর সাংবাদিকতা করার সুযোগ সকলে পান না। আবার সুযোগ পেলেও করেন না। অনেকেই রয়েছেন যারা শিক্ষকতা করতে পছন্দ করেন। তাঁদের জন্যেই রয়েছে সুবর্ণ সুযোগ।
জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে নেট সেট -এ স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫% নম্বর যাদের রয়েছে তাঁরা ১৬ ই অক্টোবর, সোমবার দুপুর ১১ টা নাগাদ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক শিক্ষাদানের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ এর জন্যে উপস্থিত হতে পারবেন।
advertisement
বিষদে জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে, “recruitment”-অপশন এ গেলেই পেয়ে যাবেন বিজ্ঞপ্তিগুলি। ভবিষ্যৎ আপডেটের জন্যে অবশ্যই চোখ রাখুন অফিসিয়াল ওয়েব সাইটে।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 5:07 PM IST