West Midnapore News: গবেষণা করার স্বপ্ন? খড়্গপুর IIT-তে বড় সুযোগ, এখনই আবেদন করুন

Last Updated:

ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় স্নাতকোত্তর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ওই ডিগ্রি থাকতে হবে।

গবেষণা করার স্বপ্ন? খড়্গপুর IIT-তে বড় সুযোগ, এখনই আবেদন করুন
গবেষণা করার স্বপ্ন? খড়্গপুর IIT-তে বড় সুযোগ, এখনই আবেদন করুন
খড়্গপুর: যারা চাকরি খুঁজছেন, তাদের জন‍্য বড় সুযোগ। দেশের অন‍্যতম সেরা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে রয়েছে কাজের সুযোগ। হাতে মাত্র একটা দিন সময়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে একটি পদের জন্য।
জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় স্নাতকোত্তর প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ওই ডিগ্রি থাকতে হবে। এছাড়াও শর্তসাপেক্ষে ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখায় স্নাতকোত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
নিযুক্ত ব্যক্তিকে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পের নাম, ‘সিসফিক্স: বিল্ডিং অ্যান এন্ড-টু-এন্ড ট্রাবল শ্যুটিং সলিউশন ফর লার্জ স্কেল সিস্টেমস উইথ অটোম্যাটেট ফেলিওর ডায়গনোসিস, রুট কস অ্যানালিসিস অ্যান্ড রেমেডিয়েশন (ইএলএস)’। অনুর্ধ্ব ৩২ বছর বয়সি প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে। ST/SC সহ বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য বয়সসীমায় ছাড় রয়েছে।
advertisement
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তাঁদের নির্দিষ্ট ওয়েবপেজে গিয়ে আবেদন করতে হবে। ১০ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। একটি পোস্টের জন্য আবেদন চাওয়া হচ্ছে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের।
প্রকল্পে কাজ করার জন্য মাসে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। এই সম্পর্কে আরও তথ্য জেনে নিতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
advertisement
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/চাকরি/
West Midnapore News: গবেষণা করার স্বপ্ন? খড়্গপুর IIT-তে বড় সুযোগ, এখনই আবেদন করুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement