West Midnapore News: পুকুর খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে এল মাটির তলা থেকে! গ্রামে-গ্রামে তোলপাড়, কেন তবে অবহেলা?

Last Updated:
West Midnapore News: গাছের নিচে পড়ে রয়েছে বহু প্রাচীন ভগ্নপ্রায় ইতিহাসের নিদর্শন।এলাকায় পুকুর খুড়তে গিয়ে মাটির নিচ থেকে উঠে এসেছিল এইসব মুর্তি।
1/6
ইতিহাস পড়ে আছে গাছের তলায়।একাধিক প্রাচীন ইতিহাসের নিদর্শনের মাঝে রাজ্যে বিরল সূর্য পুত্র রেবন্তের মূর্তি।
ইতিহাস পড়ে আছে গাছের তলায়।একাধিক প্রাচীন ইতিহাসের নিদর্শনের মাঝে রাজ্যে বিরল সূর্য পুত্র রেবন্তের মূর্তি।
advertisement
2/6
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাকরাজিতে গাছের নিচে রয়েছে ভগ্ন এই প্রাচীন মূর্তি।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কাকরাজিতে গাছের নিচে রয়েছে ভগ্ন এই প্রাচীন মূর্তি।
advertisement
3/6
এলাকার কুণ্ডপুকুর থেকে উদ্ধার হয় এই ভগ্নপ্রায় মূর্তিগুলো। যা অরক্ষিত ও অবহেলায় পড়ে আছে গাছের নিচে।
এলাকার কুণ্ডপুকুর থেকে উদ্ধার হয় এই ভগ্নপ্রায় মূর্তিগুলো। যা অরক্ষিত ও অবহেলায় পড়ে আছে গাছের নিচে।
advertisement
4/6
গবেষকদের মতে, পাল ও সেন যুগের মূর্তি এগুলো। এলাকায় পুকুর খননের সময় গ্রামবাসীরা দেখতে পায় মূর্তিগুলো।
গবেষকদের মতে, পাল ও সেন যুগের মূর্তি এগুলো। এলাকায় পুকুর খননের সময় গ্রামবাসীরা দেখতে পায় মূর্তিগুলো।
advertisement
5/6
কথিত আছে, বাংলা ওড়িশা সীমান্ত এলাকায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আক্রমণ চালিয়েছিল কালা পাহাড়। আর তখনই ভেঙে দেয় মূর্তিগুলো।
কথিত আছে, বাংলা ওড়িশা সীমান্ত এলাকায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আক্রমণ চালিয়েছিল কালা পাহাড়। আর তখনই ভেঙে দেয় মূর্তিগুলো।
advertisement
6/6
দাঁতনের কাকরাজিত এলে দেখতে পাবেন ইতিহাস প্রাচীন ভগ্নপ্রায় বিভিন্ন দেবদেবীর এই মূর্তিগুলো।
দাঁতনের কাকরাজিত এলে দেখতে পাবেন ইতিহাস প্রাচীন ভগ্নপ্রায় বিভিন্ন দেবদেবীর এই মূর্তিগুলো।
advertisement
advertisement
advertisement