Government Job Vacancy: তাড়াতাড়ি করুন, জেলায় স্বাস্থ্য বিভাগে বড়সড় নিয়োগ, হাতে সময় কিন্তু কম

Last Updated:

Government Job Vacancy: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব মিলিয়ে ১৫৯ জনকে করা হবে নিয়োগ। হাতে সময় কিন্তু কম৷

Government Job Vacancy:  নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর
Government Job Vacancy: নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর
পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমান জেলায় কাজের সুযোগ। নিয়োগ করা হবে বিভিন্ন  শূন্যপদে। পদের সংখ্যা অনেকগুলি। নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও চুক্তি ভিত্তিকভাবে নিয়োগ করা হবে। তবে রয়েছে উচ্চ বেতন পাওয়ার সুযোগ। অনলাইনে করা যাবে আবেদন। জেনে নেওয়া যাক বিস্তারিত।
পশ্চিম বর্ধমান জেলার অধীনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে বেশ কয়েকটি পদে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার এবং কাউন্সেলর পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব মিলিয়ে ১৫৯ জনকে করা হবে নিয়োগ। যদিও সবকটি পদেই নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিকভাবে।
advertisement
advertisement
বিভিন্ন পদে আবেদনের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। যেগুলি বিস্তারিত জানানো হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। ১৯ থেকে ৬২ বছর বয়সীরা যোগ্যতা অনুযায়ী নির্ধারিত পদের জন্য আবেদন জানাতে পারবেন অনলাইনে। পদ অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে। তবে নূন্যতম ১৩০০০ টাকা বেতন পাবেন চুক্তি ভিত্তিক নিয়োজিত কর্মীরা। সর্বাধিক ৬০০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে নির্দিষ্ট পদের জন্য। এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে, তবেই জানাতে পারবেন আবেদন।
advertisement
আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। এর জন্য প্রথমেই আপনাকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নিতে হবে কোন পদের জন্য আপনি আবেদন জানাতে পারবেন। একইসঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে আবেদন পত্র। সেখানেই করতে হবে আবেদন। সঙ্গে পাঠিয়ে দিতে হবে প্রয়োজনীয় নথিগুলি।
advertisement
অফিসিয়াল ওয়েবসাইট : https://www.wbhealth.gov.in/
যারা উপরে বলা পদগুলিতে আবেদন করতে চান, তাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আগামী ১৫ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন। অসংরিক্ষিত শ্রেণীর জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য কোনও আবেদন মূল্য লাগবে না।
নথি যাচাই এবং ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে নিয়োগ। তাই আপনিও যদি নতুন কাজের সন্ধানে থাকেন, আপনার এই পথগুলিতে আবেদনের যোগ্যতা থাকে, তাহলে দেরি না করে শীঘ্রই আবেদন করুন।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Government Job Vacancy: তাড়াতাড়ি করুন, জেলায় স্বাস্থ্য বিভাগে বড়সড় নিয়োগ, হাতে সময় কিন্তু কম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement