HAL Recruitment 2022: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে ভিজিটিং কনসালটেন্ট নিয়োগ; কীভাবে আবেদন করবেন?
- Published by:Debalina Datta
Last Updated:
প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#কলকাতা: সম্প্রতি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ভিজিটিং কনসালটেন্ট (রেডিওলজিস্ট) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের
পদের নাম | ভিজিটিং কনসালটেন্ট (রেডিওলজিস্ট) |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
কাজের ধরণ | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৪.০৯.২০২২ |
advertisement
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
বয়সের উর্ধ্বসীমা ৬৫ বছর।
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের মেধার ভিত্তিতে নামের তালিকা প্রকাশ করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
এইচেএল রিক্রুটমেন্ট ২০২২: চুক্তির মেয়াদ
প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের প্রয়োজনের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে।
এইচেএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
আগ্রহী আবেদনকারীদের নির্দিষ্ট করে দেওয়া আবেদনপত্র প্রার্থীর নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ই-মেল সহ পূরণ করতে হবে। আবেদনপত্রে চাওয়া তথ্যপূর্ণ বিবরণ সহ ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়াও বায়োডেটা ও অন্যান্য সার্টিফিকেট সহ প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। এনভেলাপের ওপর “Application for the Post Visiting Consultant (Radiology)” লিখে দিতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘Chief Manager (HR), Industrial Health Center, Hindustan Aeronautics Limited (Bangalore Complex), Suranjandas Road (Near Old Airport Road), Bangalore 560 017’।
advertisement
এইচেএল রিক্রুটমেন্ট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের মেডিসিনাই ব্যাকুলারিয়াস, ব্যাকুলারিয়াস চিরুরজি অথবা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি অথবা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড অথবা মেডিকেল রেডিও ডায়াগনসিসে ডিপ্লোমা থাকতে হবে।
এছাড়াও রেডিওলজিস্ট ডিসিপ্লিনে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/09/HAL_VC_Radiology-Recruitment-2022.pdf ক্লিক করে দেখতে পারেন।
Location :
First Published :
September 21, 2022 6:00 PM IST