Job News|| বর্ধমানে বেসরকারী সংস্থায় একাধিক পদে চাকরির সুযোগ, দেরি না করে আজই আবেদন করুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job News 2023: সেলস প্রোমোটার, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, কাল্টিভেশন ডেভলপার সহ একাধিক পদে বর্ধমান শাখায় কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা...
পূর্ব বর্ধমান: এ বার (স্যামিউন এগ্রমেরিন এলএলপি) বর্ধমান শাখায় বেসরকারী সংস্থায় কর্মসংস্থানের সুযোগ। নিজস্ব যোগত্যার নিরিখে মিলবে চাকরি সেই সঙ্গে স্যামিউন এগ্রমেরিন নামক এই বেসরকারী সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার রয়েছে। সেলস প্রোমোটার, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, কাল্টিভেশন ডেভলপার সহ একাধিক পদে বর্ধমান শাখায় কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা।
১) সেলস প্রোমোটার পদের জন্য মোট ২৪ জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস । অভিজ্ঞ এবং যারা একদম নতুন উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যে কোনও আঞ্চলিক ভাষায় যেমন- (অসমীয়া / বাংলা / গুজরাতি / মালয়ালম / মারাঠি / ওড়িয়া / পাঞ্জাবি / তামিল / তেলেগু)। প্রতিমাসে বেতন দেওয়া হবে ৮,৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মজিদ মাস্টারের সঙ্গে লড়ে খেয়েছিলেন গুলি! ভ্যান চালিয়ে কোনওমতে দিন গুজরান, চিনুন তাঁকে...
২) কল্টিভেশন ডেভলপার ( চাষ বিকাশকারী ) পদের জন্য মোট ১২ জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। অভিজ্ঞ এবং যারা একদম নতুন উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যে কোনও আঞ্চলিক ভাষায় যেমন- (অসমীয়া/বাংলা গুজরাতি/ মালয়ালম / মারাঠি / ওড়িয়া / পাঞ্জাবি / তামিল / তেলেগু)। প্রতিমাসে বেতন দেওয়া হবে ১০,৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
৩) অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার পদের জন্য মোট ৪ জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ১২৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
আরও পড়ুনঃ সেই রংমিলান্তি পোশাকে হঠাৎ কোথায় গেলেন শোভন-বৈশাখী? সঙ্গে কে? তোলপাড় বাংলা
৪) অ্যাসিস্ট্যান্ট কল্টিভেশন ট্রেনার পদের জন্য মোট ৪ জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র স্নাতক পাস। এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটো আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৩৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
৫) হর্টিকালচার বিশেষজ্ঞ (উদ্ভিদ পরিচর্যাকারী)পদের জন্য মোট ৪ জন কে নেওয়া হবে । শুধুমাত্র পুরুষরাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস । এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় এবং একটি দক্ষ বাগান করা, প্রচার কাজ এবং বিভিন্ন ধরনের চাষ করা, গাছপালা পরিকল্পনা, রোপণ করা, প্রাকৃতিক দৃশ্য বজায় রাখা ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।প্রতিমাসে বেতন দেওয়া হবে ৯৫০০ টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
advertisement
এই মাসের ২৯ তারিখ অবধি অর্থাৎ ২৯/৪/২০২৩ অনুযায়ী পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। ইন্টারভিউর মাধ্যমে সকলকে নির্দিষ্ট পদের জন্য নির্বাচন করা হবে। ঠিকানা - - 180/1, B.L. Choudhary Road, Bohilapara (Kathgol), Near Tentultala Bazar, Burdwan, Purba Bardhaman,West Bengal, 713104, INDIA
CV (সিভি) পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন 70018 25422 এই নম্বরে।
Bonoarilal Chowdhury
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 10:46 AM IST