অ্যাকসেঞ্চারে ফ্রেশারদের কাজের সুযোগ, নিয়োগ হবে কলকাতাতেও! বিশদে জানুন
- Published by:Sayani Rana
Last Updated:
তথ্য প্রযুক্তি সংস্থার অ্যাকসেঞ্চার ফ্রেশার ইঞ্জিনিয়ার নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে সংস্থার কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, মুম্বই, চেন্নাই, গুরুগ্রাম, ইন্দোর, জয়পুর ও কোয়েম্বাটোর কেন্দ্রে।
কলকাতা: তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার ফ্রেশার ইঞ্জিনিয়ার নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে সংস্থার কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, মুম্বই, চেন্নাই, গুরুগ্রাম, ইন্দোর, জয়পুর ও কোয়েম্বাটোর কেন্দ্রে। ইঞ্জিনিয়ারিংয়ের যে-কোনও শাখার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট এবং এম সি এ, এম এস সি (সি এস ই, আই টি) ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ডিগ্রি পেয়ে থাকতে হবে ২০২২ সালে বা তার পরে।
কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞতা থাকলেও তা ১১ মাসের বেশি হলে চলবে না ।
চার বছরে স্নাতক ও দু বছরে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে। কোন ব্যাকলগ থাকলে চলবে না।
advertisement
advertisement
সংস্থার প্রযুক্তিগত পরিষেবাকে কার্যকর করা এবং সেই পরিষেবার মানোন্নয়ন এই পদের মূল দায়িত্ব। বেতন ৪৫০০০০ টাকা । অনলাইন দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে: https://indiacampus.accenture.com দরখাস্ত করার আগে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আগে রেজিস্ট্রেশন করা থাকলে আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার হবে না নিয়োগ-সংক্রান্ত খুঁটিনাটি তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 1:11 AM IST