অ্যাকসেঞ্চারে ফ্রেশারদের কাজের সুযোগ, নিয়োগ হবে কলকাতাতেও! বিশদে জানুন

Last Updated:

তথ্য প্রযুক্তি সংস্থার অ্যাকসেঞ্চার ফ্রেশার ইঞ্জিনিয়ার নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে সংস্থার কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, মুম্বই, চেন্নাই, গুরুগ্রাম, ইন্দোর, জয়পুর ও কোয়েম্বাটোর কেন্দ্রে।

অ্যাকসেঞ্চারে ফ্রেশারদের কাজের সুযোগ
অ্যাকসেঞ্চারে ফ্রেশারদের কাজের সুযোগ
কলকাতা: তথ্য প্রযুক্তি সংস্থা অ্যাকসেঞ্চার ফ্রেশার ইঞ্জিনিয়ার নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে সংস্থার কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, মুম্বই, চেন্নাই, গুরুগ্রাম, ইন্দোর, জয়পুর ও কোয়েম্বাটোর কেন্দ্রে। ইঞ্জিনিয়ারিংয়ের যে-কোনও শাখার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট এবং এম সি এ, এম এস সি (সি এস ই, আই টি) ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ডিগ্রি পেয়ে থাকতে হবে ২০২২ সালে বা তার পরে।
কাজের অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞতা থাকলেও তা ১১ মাসের বেশি হলে চলবে না ।
চার বছরে স্নাতক ও দু বছরে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে। কোন ব্যাকলগ থাকলে চলবে না।
advertisement
advertisement
সংস্থার প্রযুক্তিগত পরিষেবাকে কার্যকর করা এবং সেই পরিষেবার মানোন্নয়ন এই পদের মূল দায়িত্ব। বেতন ৪৫০০০০ টাকা । অনলাইন দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে: https://indiacampus.accenture.com দরখাস্ত করার আগে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আগে রেজিস্ট্রেশন করা থাকলে আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার হবে না নিয়োগ-সংক্রান্ত খুঁটিনাটি তথ্য পাবেন উপরোক্ত ওয়েবসাইটে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
অ্যাকসেঞ্চারে ফ্রেশারদের কাজের সুযোগ, নিয়োগ হবে কলকাতাতেও! বিশদে জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement