Jhargram News: ঝাড়গ্রামে সরকারি চাকরির বিরাট সুযোগ! হাতে সময় খুব অল্প, আজই আবেদন করুন  

Last Updated:

ঝাড়গ্রামে রয়েছে কাজের সুযোগ। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে ঝাড়গ্রাম DPSC-তে ক্লার্ক ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট দফতর।

DPSC Jhargram 
DPSC Jhargram 
ঝাড়গ্রাম: চাকরি খুঁজছেন? ঝাড়গ্রামে রয়েছে কাজের সুযোগ। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে ঝাড়গ্রাম DPSC-তে ক্লার্ক ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট দফতর। ৬ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে ঝাড়গ্রাম DPSC-র নির্দিষ্ট অনলাইন পোর্টালে গিয়ে।
আরও বিস্তারিত তথ্য জানতে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC-র) অফিসিয়াল ওয়েবসাইট www.dpscjhargram.com দেখে নিতে হবে।
advertisement
পদের নাম: প্রাথমিক বিদ্যালয় সংসদে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) ও গ্রুপ-ডি কর্মী (বা, চতুর্থ শ্রেণির কর্মী) পদে নিয়োগ করা হবে।
advertisement
শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি পদের জন্য ২টি করে শূন্যপদ রয়েছে।
 আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি: আবেদনমূল্য হিসাবে ৩০০ টাকা জমা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের ৪৫ মিনিটের লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পরেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
advertisement
যোগ্যতা: লোয়ার ডিভিশন ক্লার্ক পদে মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীদের আবেদনপত্র গ্রহণ করা হবে।
বয়স: আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অপরদিকে, গ্রুপ-ডি পদে আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছর বয়স হওয়া বাঞ্ছনীয়।
বেতন: লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিযুক্তরা ২২,৭০০-৫৮,৫০০ টাকা বেতন হিসাবে পাবেন। গ্রুপ-ডি পদে নিযুক্তদের ১৭,০০০-৪৩,৬০০ টাকা বেতন দেওয়া হবে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Jhargram News: ঝাড়গ্রামে সরকারি চাকরির বিরাট সুযোগ! হাতে সময় খুব অল্প, আজই আবেদন করুন  
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement