নয়াদিল্লি: ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড-এ সিকিউরিটি চিফ পদে নিয়োগ করা হবে। এই পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে। চুক্তির সময়কাল প্রাথমিক ভাবে এক বছর। প্রয়োজন এবং কর্মদক্ষতার উপর নির্ভর করে ৩ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণপ্রতিষ্ঠানের তরফে শূন্য পদের সংখ্যা এখনও জানানো হয়নি।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে deepty@indianoil.in বা rajeevkumar@indianoil.in – এ মেল করতে পারেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার জন্য এ ক্লিক করতে পারেন।
সংস্থা | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড |
পদের নাম | সিকিউরিটি চিফ |
শূন্য পদের সংখ্যা | জানানো হয়নি |
কাজের স্থান | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বিজবাসন (দিল্লি)-তে নিরাপত্তা প্রধানের পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | দিল্লি/উত্তরপ্রদেশ/রাজস্থানে কেন্দ্র ও রাজ্য সরকারের ডিওয়াই এসপি/ডিজি বা সমতুল পদে অবসরপ্রাপ্ত। ভাল সার্ভিস রেকর্ড এবং উচ্চ ফিটনেস থাকা বাধ্যতামূলক। অপরাধ নিয়ন্ত্রণ/পেট্রোলিয়াম সেক্টর/পাইপলাইন শিল্পে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বেতনক্রম: বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে |
বয়সসীমা | দিল্লি/উত্তরপ্রদেশ/রাজস্থানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ডিওয়াই এসপি/ডিজি বা সমতুল পদে অবসরপ্রাপ্ত। |
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসিক বেতন হবে ৬০ হাজার টাকা।
নির্দিষ্ট ট্রায়াল টেস্টের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান নেভি-তে ফোরম্যান পদে নিয়োগ! মাসিক বেতন ১,৪২,৪০০ টাকা
আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ করে সিনিয়র হিউম্যান রিসোর্স ম্যানেজার, নর্দার্ন রিজিয়ন পাইপলাইন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, গ্রাম বাহোলি, পি.ও. পানিপথ শোধনাগার, পানিপম (হরিয়ানা)-এ পাঠাতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Oil, Job Vacancy