Intelligence Bureau Recruitment 2023: ইন্টেলিজেন্স ব্যুরোর অধীনে ১৬৭৫ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
Last Updated:
প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নয়াদিল্লি: সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, একজিকিউটিভ (এসএ/ ইএক্সই), মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬৭৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এসএ/ ইএক্সই- ১৫২৫টি পদ
এমটিএস- ১৫০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা | ইন্টেলিজেন্স ব্যুরো |
পদের নাম | সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, একজিকিউটিভ (এসএ/ ইএক্সই), মাল্টিটাস্কিং স্টাফ |
শূন্যপদের সংখ্যা | ১৬৭৫ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৭.০২.২০২৩ |
advertisement
ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এমটিএস পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর এবং এসে/ইএক্সই পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ২৭ বছর ধার্য করা হয়েছে।
advertisement
ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
পরীক্ষার দুটি স্তরের পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
ইন্টেলিজেন্স ব্যুরো রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
view commentsউল্লিখিত পদগুলির জন্য পরীক্ষার ফি হিসেবে ৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এছাড়াও ৪৫০ টাকা প্রসেসিং ফিও ধার্য করা হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 6:11 PM IST