IDBI Recruitment 2022: ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ডেটা অ্যানালিটিক্স নিয়োগ, জেনে নিন বিশদে
- Published by:Teesta Barman
Last Updated:
প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Industrial Development Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে হেড ডেটা অ্যানালিটিক্স এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে RECRUITMENT@IDBI.CO.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
IDBI Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন ডকুমেন্ট এবং সার্টিফিকেট ইত্যাদির উপর ভিত্তি করে প্রাথমিক স্ক্রিনিং এবং শর্টলিস্টিং করা হবে। প্রাথমিক স্ক্রিনিংয়ের পরে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে প্রার্থীদের থেকে PRMT/PI রিপোর্ট চাওয়া হবে।
যাঁদের নাম মেধা তালিকায় উপরের দিকে থাকবে তাঁদের পরবর্তী নির্বাচনের জন্য ডাকা হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Expert-On-Contract.pdf ক্লিক করে দেখতে পারেন।
advertisement
IDBI Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
IDBI Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে ৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
হেড ডেটা অ্যানালিটিক্স- ১টি পদ
হেড প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি (আইটি) কমপ্লায়েন্স- ১টি পদ
ডেপুটি (সিটিও) ডিজিটাল- ১টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Industrial Development Bank of India) |
পদের নাম | হেড ডেটা অ্যানালিটিক্স এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৩ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৯.২০২২ |
advertisement
IDBI Recruitment 2022: আবেদনের যোগ্যতা
হেড ডেটা অ্যানালিটিক্স- সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সায়েন্সের যে কোনও শাখায় এমসিএ বা স্ট্যাটিস্টিক্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা যে কোনও শাখায় পূর্ণ-সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
advertisement
হেড প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি (আইটি) কমপ্লায়েন্স- সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় এমসিএ বা বিএ ডিগ্রি বা বিজ্ঞানের যে কোনও শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
ডেপুটি (সিটিও) ডিজিটাল- সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় এমসিএ বা বিএ ডিগ্রি বা বিজ্ঞানের যে কোনও শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
Location :
First Published :
September 19, 2022 6:22 PM IST