Indian Navy Recruitment 2023|| মাসিক বেতন ১,১২,৪০০ টাকা! এই চাকরিতে শীঘ্রই নিয়োগ, আজই আবেদন করুন
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
RECRUITMENT 2023: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
কলকাতাঃ সম্প্রতি মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনস্থ ইন্ডিয়ান নেভির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চার্জম্যান (নাভাল এভিয়েশন) (এয়ার ইঞ্জিনিয়ারিং) [আর্স্টহোয়াইল চার্জম্যান- ২ (নাভাল এভিয়েশন)] পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখঃ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ ১০ দিন বাকি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টে শীঘ্রই নিয়োগ! আজই আবেদন করুন
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণঃ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
| সংস্থা | ইন্ডিয়ান নেভি |
| পদের নাম | চার্জম্যান (নাভাল এভিয়েশন) (এয়ার ইঞ্জিনিয়ারিং) [আর্স্টহোয়াইল চার্জম্যান- ২ (নাভাল এভিয়েশন)] |
| শূন্যপদের সংখ্যা | ১ |
| নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
| আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
| বেতনক্রম | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি | অফলাইন |
| আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে |
| বেতন | মাসিক বেতন ১,১২,৪০০ টাকা পর্যন্ত |
advertisement
আবেদনের যোগ্যতাঃ
১। পেটি অফিসার বা সমমানের পদ
২। ৭ বছরের কাজের অভিজ্ঞতা
উপরে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতনঃ
নির্বাচিত প্রার্থীরা পে-স্কেল লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০-১১২৪০০ টাকা মাসিক বেতন পাবেন।
advertisement
আবেদন পদ্ধতিঃ
এ৪ কাগজে পরিচ্ছন্ন ভাবে হাতে লিখে বা প্রস্তাবিত ফরম্যাটে টাইপ করে আবেদনপত্র পূরণ করে স্পিড/রেজিস্টার্ড পোস্টে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘The Flag Officer Commanding-in-Chief, Headquarters, Southern Naval Command, Kochi 682004’। সঙ্গে অ্যাটেস্টেড করা নীল ব্যাকগ্রাউন্ডে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 9:07 PM IST










