ICMR Recruitment 2023: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউটে বিভিন্ন শূন্যপদে নিয়োগের দারুণ সুযোগ! জানুন বিশদে
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ সেন্টারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রিসার্চ অ্যাসোসিয়েট নয়াদিল্লি, অসম এবং ত্রিপুরায় প্রজেক্ট টেকনিশিয়ান-I পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ সেন্টারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রিসার্চ অ্যাসোসিয়েট নয়াদিল্লি, অসম এবং ত্রিপুরায় প্রজেক্ট টেকনিশিয়ান-I পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আইসিএমআর রিক্রুটমেন্ট ২০২৩:
ইন্টারভিউয়ের তারিখ- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ১৩, ২০ এবং ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে উল্লিখিত পদের জন্য যোগ্য প্রার্থীদের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ নির্ধারিত হয়েছে। ১৭.০২.২০২৩, ২০.০২.২০২৩ এবং ২৫.০২.২০২৩ তারিখে ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নয়াদিল্লি, গুয়াহাটির রিজিওনাল ইউনিট এবং অসমের কোকরাঝার এবং উদালগুড়ি জেলার পাশাপাশি ত্রিপুরাতে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও গুরুত্বপূর্ণ তথ্য-
রিসার্চ অ্যাসোসিয়েট: ২টি পদ
প্রজেক্ট টেকনিশিয়ান-I: ৮টি পদ
পোস্টিং- নয়াদিল্লি (দ্বারকা)
রিসার্চ অ্যাসোসিয়েট: ১টি পদ
প্রজেক্ট টেকনিশিয়ান-I: ৪টি পদ
পোস্টিং- গুয়াহাটির রিজিওনাল ইউনিট এবং অসমের কোকরাঝাড় ও উদালগুড়ি জেলা
প্রজেক্ট টেকনিশিয়ান-I: ১টি পদ
advertisement
পোস্টিং- ত্রিপুরা (সাবরুম সাব-ডিভিশনাল হাসপাতাল)
রিসার্চ অ্যাসোসিয়েট: ১টি পদ
প্রজেক্ট টেকনিশিয়ান-I: ৩টি পদ
প্রজেক্টের সময়কাল: ১৬.০৯.২০২৩
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ সেন্টার |
পদের নাম: | রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিশিয়ান-I |
শূন্যপদের সংখ্যা: | ১০ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
ইন্টারভিউয়ের তারিখ: | ১৭.০২.২০২৩, ২০.০২.২০২৩ এবং ২৫.০২.২০২৩ |
advertisement
বেতন- রিসার্চ অ্যাসোসিয়েট ৩১০০০ টাকা/মাস, প্রজেক্ট টেকনিশিয়ান-I ১৬০০০ টাকা/মাস
বয়সসীমা- রিসার্চ অ্যাসোসিয়েট- ৩০ বছর, প্রজেক্ট টেকনিশিয়ান-I- ২৫ বছর।
আবেদনের যোগ্যতা- রিসার্চ অ্যাসোসিয়েট- লাইফ সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা বা একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি, মলিকিউলার বায়োলজি, ল্যাবরেটরি এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা। প্রজেক্ট টেকনিশিয়ান-I- ম্যাট্রিকুলেশন বা সমমানের যোগ্যতা এবং পাবলিক হেলথ ফিল্ডে ১ বছরের কাজের অভিজ্ঞতা বা পাবলিক হেলথ ফিল্ডে ১ বছরের ট্রেনিং সার্টিফিকেট।
advertisement
বিশেষ ঘোষণা- ওয়াক-ইন-ইন্টারভিউতে উপস্থিত হতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট (জন্ম তারিখের প্রমাণপত্র), অভিজ্ঞতা সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট-আকারের ছবি, আইডেনটিফিকেশন সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টের জেরক্স, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) লাগবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 1:19 AM IST