IBPS RRB 2023: ব্যাঙ্কের চাকরি করতে চান? স্বপ্নপূরণের সময় এসেছে, প্রচুর নিয়োগ হবে! আবেদন করুন

Last Updated:

ব্যাঙ্কের চাকরির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের অপেক্ষার অবসান৷ ২০২৩ সালের IBPS Clerk PO পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হল৷

ব্যাঙ্কের চাকরির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের অপেক্ষার অবসান৷ ২০২৩ সালের IBPS Clerk PO পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হল৷ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS- এর পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি জারি করা হয়েছে৷ বিবৃতি অনুযায়ী ১ জুন থেকেই অনলাইনে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷ আইবিপিএসের অফিসিয়াল ওয়েব সাইট www.ibps.in– এ গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ বিজ্ঞপ্তি থেকে আরও জানা যাচ্ছে যে মোট ৮৬০০ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে৷

কীভাবে আবেদন করবেন ?

ধাপ ১: প্রথমে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in- এ যান
advertisement
ধাপ ২: হোমপেজে গিয়ে ‘RRB PO Clerk Application Link’-এ ক্লিক করুন।
ধাপ ৩: এবার “CLICK HERE FOR NEW REGISTRATION”- এ ক্লিক করে সমস্ত তথ্য দিন
ধাপ ৪: রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে ছবি, সিগনেচর, এবং বুড়ো আঙুলের ছাপ দিন৷
advertisement
ধাপ ৫: অনলাইন প্রক্রিয়া আবেদন ফি জমা দিন
আবেদন ফি
SC/ST/PWBD/EXSM – ১৭৫ টাকা
অন্যান্য সকলের জন্য – ৮৫০ টাকা

নিয়োগ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন এক নজরে

সংস্থার নামIBPS (Institute of Banking Personnel Selection)
নোটিফিকেশনের নাম CRP RRB –XII
পরীক্ষার নামBPS ক্লার্ক 2023IBPS পিও 2023IBPS অফিসার স্কেল ২ এবং ৩ 2023
পদের নাম

গ্রুপ ‘‘A’’-অফিসার (স্কেল-I, II & III)

গ্রুপ ‘‘B’’- অফিস অ্যাসিসট্যান্ট (মাল্টিপারপাস)

শূন্যপদের সংখ্যাপ্রায় ৮৬০০
আবেদনের তারিখ১ জুন থেকে ২১ জুন ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.ibps.in
পরীক্ষার ধরন অনলাইন
প্রার্থী বাছাই প্রক্রিয়ার ধাপপ্রিলিমস্মেইনস্ইন্টারভিউ
বাংলা খবর/ খবর/চাকরি/
IBPS RRB 2023: ব্যাঙ্কের চাকরি করতে চান? স্বপ্নপূরণের সময় এসেছে, প্রচুর নিয়োগ হবে! আবেদন করুন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement