সম্প্রতি, দি ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) প্রকাশ করল ২০২৩ বর্ষের প্রবেশনারি অফিসার (পিও) পরীক্ষার ফলাফল। সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে https://www.ibps.in/ ফল ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমটেক পড়তে চান? নিয়ম জেনে আজই আবেদন করুন
মেন এবং ইন্টারভিউ, দু’টি রাউন্ডের ফলাফলই প্রকাশিত হয়েছে একসঙ্গে। এই পরীক্ষায় যাঁরা পাশ করবেন প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি পদে তাঁদের নেওয়া হবে এই পরীক্ষার মাধ্যমে। এর সঙ্গে ক্লার্ক নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফলও প্রকাশ করেছে আইবিপিএস। পরীক্ষায় বসেছেন এমন প্রার্থীরা ৩০ এপ্রিল পর্যন্ত আইবিপিএস-এর ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। প্রকাশিত ফলাফলে যদি কোনরকম সমস্যা চোখে পড়ে তা হলে আইবিপিএস-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে যোগাযোগ করতে পারবেন যে কোনও প্রার্থী। মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীরা আইবিপিএস অধীনস্থ ব্যাঙ্কে কাজ করতে পারবেন।
আরও পড়ুনঃ খুলে যেতে পারে সরকারি চাকরির দরজা! রাজ্যে বাড়ছে সহকারি অধ্যাপক নিয়োগের শূন্যপদ
কী ভাবে দেখবেন ফলাফল:
স্টেপ ১- প্রথমে দি ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ ২- ‘হোমপেজ’ থেকে আলাদা করে প্রতিটি পরীক্ষার ফলাফল দেখার জন্য লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করতে হবে যেটির ফল দেখতে চায় প্রার্থীরা।
স্টেপ ৩- তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘লগ ইন’ করতে হবে ফলাফল দেখার জন্য।
স্টেপ ৪- এরপর ফলাফল দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা। ফলাফল ডাউনলোড করে রাখতে পারবেন এবং পরর্বতীতে প্রিন্ট করে নিতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IBPS