কলকাতা: পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (হিডকো) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একাধিক শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে রিক্রুটমেন্ট ২০২৩:
পদের নাম:- বিজ্ঞপ্তি অনুসারে, ম্যানেজার পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটে নিয়োগের সুবর্ণ সুযোগ! জানুনআবেদনের তারিখ:- বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের শেষ তারিখ ১৭ এপ্রিল ২০২৩ বিকেল ৫টা পর্যন্ত। ফলে যারা ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন।
আবেদনের পদ্ধতি:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় নথি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিন)-কে উদ্দেশ করে ‘হিডকো ভবন’-এর ঠিকানায় (বিশ্ব বাংলা সরণি, ৩ নম্বর রোটারি, নিউ টাউন, কলকাতা ৭০০১৫৬) পাঠিয়ে দিতে হবে।
আরও পড়ুন: লক্ষাধিক টাকা বেতনে কলকাতায় ESIC-তে নিয়োগের দুর্দান্ত সুযোগ, হাতছাড়া করবেন নাযোগ্যতা:- বিজ্ঞপ্তি অনুসারে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের নিয়োগ করা হবে এই পদে। যাঁরা আগে রাজ্যের সরকারি কোনও দফতরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন, তাঁরাই একমাত্র আবেদন করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।