হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে অফিসার পদে নিয়োগ, জানুন বিশদে
Last Updated:
প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিকেল সুপার, (রেডিওলজি), সিনিয়র মেডিকেল অফিসার (অপথ্যালমোলজি), মেডিকেল অফিসার (জেনারেল ডিউটি) এবং সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রতিটি পদের জন্য একটি করে শূন্যপদ বরাদ্দ করা হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/11/HAL-Recruitment-2022-5.pdf ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড |
পদের নাম | মেডিকেল সুপার, (রেডিওলজি), সিনিয়র মেডিকেল অফিসার (অপথ্যালমোলজি), মেডিকেল অফিসার (জেনারেল ডিউটি) এবং সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন) |
শূন্যপদের সংখ্যা | ৪ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৩.১২.২০২২ |
advertisement
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
আবেদন করার বয়সসীমা আবেদন প্রাপ্তির শেষ তারিখ অনুসারে নির্ধারিত করা হয়েছে-
মেডিকেল সুপার, (রেডিওলজি)- সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর
সিনিয়র মেডিকেল অফিসার (অপথ্যালমোলজি)- সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর
মেডিকেল অফিসার (জেনারেল ডিউটি)- সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর
সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন) - সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
advertisement
মেডিকেল সুপার, (রেডিওলজি)- এমবিবিএস ডিগ্রি সহ এমডি/ডিএনবি (রেডিওলজি) ডিগ্রি অথবা এমবিবিএস সহ ডিএমআরডি
সিনিয়র মেডিকেল অফিসার (অপথ্যালমোলজি)- এমবিবিএস সহ এমএস/ডিএনবি (অপথ্যালম্লজি) ডিগ্রি অথবা এমবিবিএস সহ ডিওএমএস
মেডিকেল অফিসার (জেনারেল ডিউটি)- এমবিবিএস ডিগ্রি অথবা
সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন) - জেনারেল মেডিসিনে পিজি ডিগ্রি সহ এমবিবিএস অথবা জেনারেল মেডিসিনে পিজি ডিপ্লোমা সহ এমবিবিএস ডিগ্রি অথবা এমবিবিএস ডিগ্রি
advertisement
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: বেতন
মেডিকেল সুপার, (রেডিওলজি)- মাসিক বেতন ৬০০০০ টাকা থেকে ১৮০০০০ টাকা
সিনিয়র মেডিকেল অফিসার (অপথ্যালমোলজি)- মাসিক বেতন ৫০০০০ টাকা থেকে ১৬০০০০ টাকা
মেডিকেল অফিসার (জেনারেল ডিউটি)- মাসিক বেতন ৪০০০০ টাকা থেকে ১৪০০০০ টাকা
সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন) – মাসিক বেতন ৫০০০০ টাকা থেকে ১৬০০০০ টাকা
advertisement
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের মেধা অনুসারে নাম সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং পরবর্তীতে কোম্পানির নিয়ম অনুযায়ী ১:১০ অনুপাতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা ভুক্ত করা হবে প্রাসঙ্গিক ক্ষেত্রের অভিজ্ঞতা অথবা এমবিবিএস-এ প্রাপ্ত নম্বরের মোট শতাংশের ভিত্তিতে।
ইন্টারভিউয়ের তারিখ, সময় এবং স্থান সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ই-মেল মারফত বা এইচএএল ওয়েবসাইট বা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ইন্টারভিউয়ের সময় তালিকাভুক্ত প্রার্থীদের বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা, ট্রেনিং, পাসপোর্ট আকারের ছবি, প্রাক্তন সেনাকর্মীদের যথাযোগ্য প্রমাণপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
এইচএএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রদত্ত নিয়ম অনুসারে যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের বয়সের প্রমাণপত্র, যোগ্যতা, অভিজ্ঞতা, ট্রেনিং, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)/ ডকুমেন্টের (ফটোকপি) সহ একটি এ-৪ আকারের কাগজে প্রিন্ট করা নির্ধারিত অ্যাপ্লিকেশন ফরম্যাটে পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘CHIEF MANAGER (HR), HINDUSTAN AERONAUTICS LIMITED, INDUSTRIAL HEALTH CENTER (HAL HOSPITAL), SURANJANDAS ROAD, VIMANAPURA POST, BANGALORE – 560 017’।
প্রার্থীদের এনভেলাপের উপরে তাঁরা যে পদের জন্য আবেদন করছেন তা স্পষ্ট ভাবে উল্লেখ করে দিতে হবে। আবেদনপত্র পাঠানো যেতে পারে শুধুমাত্র অর্ডিনারি পোস্ট / স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে। অন্যান্য মোড যেমন ফ্যাক্স/ই-মেলের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
Location :
First Published :
November 17, 2022 4:45 PM IST