Government Job News: অবসরপ্রাপ্তদের জন্য বিরাট সুযোগ! সরকারি চাকরি পেতে আজই আবেদন করুন
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
Last Updated:
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন দফতরের ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করবে জেলা প্রশাসন।
উত্তর দিনাজপুর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের চাকরির বিরাট সুযোগ। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন দফতরের ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করবে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
এক বছরের জন্য মাসিক ১২০০০ টাকা সাম্মানিকে অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। আগামী ১৮/১২/২৩ এই পদে আবেদন করার শেষ তারিখ। উত্তর দিনাজপুর জেলার প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
advertisement
advertisement
জেলা ওয়েবসাইটে দেওয়া একটি অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে তা পূরণ করে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এছাড়াও উক্ত অ্যাপ্লিকেশনের সঙ্গে কালার ফটোকপি ও নিজের সেল্ফ অ্যাটেস্টেড করা সমস্ত ডকুমেন্ট উত্তর দিনাজপুর জেলা ডিস্ট্রিক্ট ইনফরমেশন এবং কালচারাল অফিসে জমা দিতে হবে।
এছাড়াও পূর্বের কাজের অভিজ্ঞতা লিখা সার্টিফিকেট ও আনতে হবে। তবে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বয়সসীমা হতে হবে ৬৪ বছরের নিচে। এছাড়াও আগ্রহী প্রার্থীদের সুস্থ ও শারীরিক অবস্থা থাকতে হবে।আবেদন পত্রটি ডাউনলোড করা যাবে www. uttar dinajpur.gov.in থেকে
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 7:39 PM IST