Exim Bank Recruitment 2022: এক্সিম ব্যাঙ্কে ম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ৪ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সম্প্রতি ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৮১-এর অধীনে প্রতিষ্ঠিত এক্সিম ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি ম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এক্সিম ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে HTTPS://IBPSONLINE.IBPS.IN/IEBMTSEP22 গিয়ে খোঁজ নিতে পারেন।
এক্সিম ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ অক্টোবর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ৪ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
অনলাইন পরীক্ষার তারিখ- নভেম্বর-ডিসেম্বর, ২০২২
advertisement
ইন্টারভিউয়ের তারিখ- জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৩
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
এক্সিম ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এর মধ্যে ম্যানেজমেন্ট ট্রেনির পদের জন্য মোট ৩০টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। অন্য দিকে, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের জন্য মোট শূন্য পদের সংখ্যা ১৫টি।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থাএক্সিম ব্যাঙ্ক
পদের নামম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেনি
শূন্যপদের সংখ্যা৪৫
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৪-১১-২০২২
advertisement
এক্সিম ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
ম্যানেজার (ল)- ন্যূনতম ৫০% নম্বর সহ বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত আইনের অধীনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। যে সকল প্রার্থীরা বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্ক/ অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/পিএসইউ/ল ফার্ম/ বার/জুডিসিয়াল সার্ভিসেস বা অন্য কোনও স্বনামধন্য সংস্থায় কমপক্ষে ৬ বছর কাজ করছেন, তাঁরা পদটিতে আবেদন করতে পারবেন।
advertisement
ম্যানেজার (ইনফরমেশন টেকনোলজি)- কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ন্যূনতম ৫০% নম্বর বা সমতুল্য গ্রেড সহ যাঁরা বি.ই / বি. টেক ডিগ্রি বা কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা সহ যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি লাভ করেছেন বা যাঁদের ন্যূনতম ৫০% নম্বর বা সমমানের যোগ্যতার সঙ্গে এমসিএ ডিগ্রি রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
এছাড়াও যে সকল প্রার্থীরা বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্ক/ অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/পিএসইউ/ল ফার্ম/ বার/জুডিসিয়াল সার্ভিসেস বা অন্য কোনও স্বনামধন্য সংস্থায় কমপক্ষে ৬ বছর কাজ করছেন তাঁরা পদটিতে আবেদন করতে পারবেন।
advertisement
ম্যানেজমেন্ট ট্রেনি (কর্পোরেট লোন ও অ্যাডভান্সেস / প্রজেক্ট ফিনান্স / লাইন অফ ক্রেডিট / ইন্টারনাল ক্রেডিট অডিট / রিস্ক ম্যানেজমেন্ট / কমপ্লায়েন্স / ট্রেজারি এবং অ্যাকাউন্টস / রিকভারি)- বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (পিজিডিবিএ) স্নাতকোত্তর ডিপ্লোমা/ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) বা এমবিএ ডিগ্রি বা ন্যূনতম ২ বছরের সময়সীমায় পিজিডিবিএ ডিগ্রি লাভ করেছেন বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে স্পেশালাইজেশন/ প্রার্থীদের কমপক্ষে ৬০% মোট নম্বর বা সমমানের সিজিপিএ স্কোর থাকতে হবে। সমস্ত ক্ষেত্রেই আবেদনকারীদের স্নাতক স্তরে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে।
advertisement
এক্সিম ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
ম্যানেজার-
এসসি/এসটি- ৪০ বছর
ওবিসি (এনসিএল)- ৩৫ বছর
ম্যানেজমেন্ট ট্রেইনি-
২১ থেকে ২৫ বছর
এক্সিম ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: পরীক্ষার স্থান
নিয়োগের জন্য অনলাইন পরীক্ষা এই সব শহরে পরিচালিত হবে: আহমেদাবাদ, বেঙ্গালুরু, বিলাসপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়/মোহালি, চেন্নাই, দেহরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ, যোধপুর, কলকাতা, লখনউ, নাগপুর, মুম্বই/নবি মুম্বই/থানে/ এমএমআর অঞ্চল, দিল্লি/এনসিআর এবং পটনা।
প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত আরও বিবরনণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
এক্সিম ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইন মোডের মাধ্যমে উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের সবার প্রথমে ব্যাঙ্কের ওয়েবসাইটে HTTPS://IBPSONLINE.IBPS.IN/IEBMTSEP22 গিয়ে এবং সমস্ত নির্দেশাবলী ভাল করে পড়ে নিতে হবে। যোগ্য প্রার্থীরা এরপর প্রাসঙ্গিক বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করবেন। আবেদনপত্র পূরণ করা হলে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি আপলোড করতে হবে। প্রার্থীরা ৪ নভেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলা খবর/ খবর/চাকরি/
Exim Bank Recruitment 2022: এক্সিম ব্যাঙ্কে ম্যানেজার, ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ, জানুন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement