EXCLUSIVE: প্রাথমিক দুর্নীতি মামলায় তোলপাড়! সিবিআইয়ের ব়্যাডারে এবার 'এই' শিক্ষকরা! বয়ান রেকর্ড হতেই বিস্ফোরক পর্দাফাঁস

Last Updated:

Exclusive Primary TET Scam: রাজ্যের সমস্ত জেলা থেকে ইতিমধ্যে এই নামের তালিকা এসেছে সিবিআই দফতরে। এবার তাঁদেরই জিজ্ঞাসাবাদ শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।

প্রাথমিক দুর্নীতি মামলা
প্রাথমিক দুর্নীতি মামলা
কলকাতা: ২০১৪ সালের টেট অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। রাজ্যের সমস্ত জেলা থেকে ইতিমধ্যে এই নামের তালিকা এসেছে সিবিআই দফতরে। এবার তাঁদেরই জিজ্ঞাসাবাদ শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি।
টেট পরীক্ষায় পাশ না করেও দিব্যি করছেন চাকরি। এবার আর স্বস্তিতে থাকতে পারবেন না তাঁরা। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এর আগেও আদালত এই ধরণের বেআইনি পথে চাকরিপ্রাপকদের প্রসঙ্গ তুলে তাদের জিজ্ঞাসাবাদ করার পরামর্শ দেয়। এবার কার্যত সেই সকল শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করল সিবিআই।
advertisement
advertisement
গত দুদিনে চার জেলার একাধিক শিক্ষকের বয়ান রেকর্ড হয়েছে বলে দাবি সিবিআইয়ের।অনুত্তীর্ণ হওয়া সত্ত্বেও কোন পদ্ধতিতে তারা চাকরি পেলেন? তা জানতেই চলছে জিজ্ঞাসাবাদ। এমনটাই সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলেও সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে।
advertisement
জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য দিয়েছেন শিক্ষকদের একাংশ। জানা যাচ্ছে, অনুত্তীর্ণ হওয়া সত্ত্বেও কেউ কেউ সরাসরি যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে। এছাড়া জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে তৈরি হয়েছিল যোগাযোগ। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা ও উত্তর ২৪ পরগনার শিক্ষকদের বয়ান রেকর্ড করেছে সিবিআই। আগামী দিনে বাকি জেলার শিক্ষকদের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
advertisement
প্রসঙ্গত, ২০১৪ সালে টেট পরীক্ষায় অনুর্তীর্ণ ২০১৬ সালের চাকরিপ্রাপক শিক্ষকদের নিয়ে বার বার উঠেছে অভিযোগ। প্রাথমিকের নিয়োগে দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল, কুন্তল ঘোষের মতো প্রথম সারির নেতা থেকে বহু আমলা ওর পর্ষদ কর্মীরা। বিভিন্ন মহল থেকে ২০১৬ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই নিয়ে তদন্তও চালাচ্ছে। কিন্তু পর্ষদ আদালতের নির্দেশ মেনে সমস্ত বিতর্কের সমাধান চাইছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আর সেই কারণেই জেলাভিত্তিক তালিকা তৈরি করে শুরু হয়েছে বয়ান রেকর্ড। এখন আর কী কী বড় তথ্য উঠে আসে এই তদন্তে সে দিকে তাকিয়ে গোটা বাংলা।
বাংলা খবর/ খবর/চাকরি/
EXCLUSIVE: প্রাথমিক দুর্নীতি মামলায় তোলপাড়! সিবিআইয়ের ব়্যাডারে এবার 'এই' শিক্ষকরা! বয়ান রেকর্ড হতেই বিস্ফোরক পর্দাফাঁস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement