Coal India Recruitment 2023: লক্ষাধিক বেতন, কোল ইন্ডিয়ার অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বয়সীমা কত? বিশদ জানুন

Last Updated:

Coal India Recruitment 2023 : বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০১.০৯.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

লক্ষাধিক বেতন, কোল ইন্ডিয়ার অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বয়সীমা কত? বিশদ জানুন
লক্ষাধিক বেতন, কোল ইন্ডিয়ার অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বয়সীমা কত? বিশদ জানুন
সম্প্রতি কোল ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে ফুল টাইম অ্যাডভাইজার (জিওমেটিক্স) পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০১.০৯.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইন বা অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাকোল ইন্ডিয়া
পদের নামফুল টাইম অ্যাডভাইজার (জিওমেটিক্স)
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন বা অফলাইন
আবেদনের শেষ তারিখ০১.০৯.২০২৩
advertisement
কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীদের সিআইএল এবং এর অধীনস্থ সংস্থা থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। প্রার্থীদের সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন ডিসিপ্লিনে কমপক্ষে ৬০% নম্বর সহ বি.টেক/ বি.ই ডিগ্রি থাকতে হবে এবং জিওম্যাটিক্সে (রিমোট সেন্সিং ও সার্ভে) কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী ব্যক্তিরা যাঁরা অবসরপ্রাপ্ত চেয়ারম্যান বা ডিরেক্টর হিসাবে ই-৯ গ্রেডে কাজ করেছেন তাঁদের প্রতি মাসে ১,৫০,০০০ টাকা দেওয়া হবে। একজিকিউটিভ পদে কর্মরত প্রার্থীকে প্রতি মাসে ১২০০০০ টাকা দেওয়া হবে, এবং যে সকল অবসরপ্রাপ্ত প্রার্থীরা ই-৮ গ্রেডে কাজ করেছেন তাঁদের ১,০৫,০০০ টাকা বেতন দেওয়া হবে৷
advertisement
কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে।
কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: কাজের দ্বায়িত্ব
প্রার্থীরা সরকারি ল্যান্ড ইনফরমেশন সিস্টেম এবং সাসটেইনেবিলিটি ডেভেলপমেন্ট সেল সম্পর্কে সহায়তা ও পরামর্শের দায়িত্বে থাকবেন।
কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
প্রার্থীদের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
advertisement
কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
এই ঠিকানায় বা মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে, ‘Dy. General Manager (P&A), Gondwana Place, Kanke Road, Ranchi’ বা gmp.cmpdi@coalindia.in।
বাংলা খবর/ খবর/চাকরি/
Coal India Recruitment 2023: লক্ষাধিক বেতন, কোল ইন্ডিয়ার অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বয়সীমা কত? বিশদ জানুন
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement