#নয়াদিল্লি: সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট) গ্রুপ-এ, গেজেটেড (কমব্যাটাইজড) (নন-মিনিস্ট্রিয়াল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | বর্ডার সিকিউরিটি ফোর্স |
পদের নাম | ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জন (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট) গ্রুপ-এ, গেজেটেড (কমব্যাটাইজড) (নন-মিনিস্ট্রিয়াল) |
শূন্যপদের সংখ্যা | ২০ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৯.০১.২০২৩ |
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
পুরুষ এবং মহিলা প্রার্থীদের উল্লিখিত পদে আবেদনের বয়স ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সেস এবং অ্যানিমেল হাসবেন্ডারিতে গ্র্যাজুয়েট বা সমতুল্য ডিগ্রির অধিকারী হতে হবে।
আরও পড়ুন: SBI Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিপুল নিয়োগ! সুযোগ হাতছাড়া করবেন না
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
আবেদনকারীদের ৪০০ টাকা ফি দিতে হবে৷ সমস্ত বিভাগের মহিলা প্রার্থী এবং এসসি/ এসটি/ বিএসএফে পরিষেবারত প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ তবে প্রত্যেককেই ৪০ টাকা এবং অন্যান্য চার্য সহ ৪৭.২ টাক আবেদন ফি হিসেবে দিতে হবে।
বিএসএফ রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Apply Here” against “Veterinary Assistant Surgeon (Assistant Commandant) Group-A, Gazetted (Combatised) (Non-Ministerial)” লেখা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। এরপর ফর্ম পূরণ করে বিভিন্ন ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি প্রদান করতে হবে। ফর্ম জমা দিতে হবেভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্টআউট করে নিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF Recruitment 2022, Central govt jobs, Indian army recruitment 2022