পাটনা: এখন দ্বাদশ পাশ হলে এবং বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলে মাসিক ২১০০০ থেকে ৭০০০০ টাকা আয় করা যেতে পারে। বিহার বিধানসভায় চাকরির সুযোগ রয়েছে। এর জন্য ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন। অনলাইন আবেদনের শেষে তারিখ আগামী ১৬ মে।
বিহার বিধানসভার নিরপত্তা রক্ষীর ৬৯ শূন্য পদের নিয়োগ চলছে। আগামী ২৫ এপ্রিল থেকে, অফিসিয়াল ওয়েবসাইট www.vidhansabha.bih.nic.in-এ অনলাইন আবেদন করা যাবে।
আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলছে অধ্যাপক পদে নিয়োগ! বিস্তারিত জেনে এখনই আবেদন করুন
প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা:
অনলাইন আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীকে যেকোনও বিষয়ে ইন্টারমিডিয়েট বা তার সম মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদে আবেদন করতে হলে পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬৭.৫ সেমি এবং বুকের মাপ ৭৬.৫ থেকে ৮১ সেমি পর্যন্ত হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৪.৬ সেমি হতে হবে। যাদের, ০১.০৮.২০২২ সালে সর্বনিম্ন বয়স ১৮ ছিল তারাই একমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রেপ্রেনরশিপে নিয়োগের বিরাট সুসোগ! জানুন
সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমা ২৫বছর, অনগ্রসর শ্রেণি এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণির পুরুষদের জন্য ২৭ বছর এবং মহিলার জন্য ২৮ বছর এবং তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য ৩০ বছর করা হয়েছে।
পরীক্ষা পদ্ধতি:
প্রথমত, সিকিউরিটি গার্ড পদের জন্য একটি প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে, যা অফলাইন মাধ্যমে ওএমআর শিটে থাকবে। এতে বস্তুনিষ্ঠ প্রশ্ন করা হবে। এই পরীক্ষার সময়কাল হবে ২ ঘন্টা এবং মোট ১০০ টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতার জন্য নির্বাচিত করা হবে। এই পরীক্ষায় গণিত থেকে প্রশ্নের সংখ্যা হবে ৫০ এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্নের সংখ্যাও হবে ৫০। এই চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য www.vidhansabha.bih.nic.in ওয়েবসাইটে প্রকাশিত হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job alert, Job Vacancy