BEL Management Industrial Recruitment 2022: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে বিপুল শূন্যপদে নিয়োগ, আজই স্বপ্নপূরণ করুন
- Published by:Aryama Das
Last Updated:
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, ইন্টারভিউ নেওয়া হবে ১২.১০.২০২২ তারিখ, সকাল ১০টায়।
সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বেঙ্গালুরু কমপ্লেক্সের জন্য আইসিডব্লুএ ডিগ্রি সহ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পদে নিয়োগে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, ইন্টারভিউ নেওয়া হবে ১২.১০.২০২২ তারিখ, সকাল ১০টায়। ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায়, ‘Centre for Learning and Development, Bharat Electronics Limited, Jalahalli, Bengaluru – 560013’। এই সংক্রান্ত স্থান বা সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ভারত ইলেকট্রনিক্স লিমিটেড |
পদের নাম: | ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | বিশদ দেখুন |
ইন্টারভিউয়ের তারিখ: | ১২-১০-২০২২ |
advertisement
বয়সসীমা:
বয়সের উর্ধ্বসীমা ০১.১১.২০২২ তারিখ অনুযায়ী সর্বাধিক ২৫ বছর। এসসি ও এসটি প্রার্থীদের জন্য ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১০ বছরের শিথিলতা দেওয়া হয়েছে।
advertisement
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের আইসিডব্লিউএ ইন্টার/সিএ ইন্টার পাশ হতে হবে। যে সকল প্রার্থীরা আরও উচ্চতর যোগ্যতা অর্জন করেছেন তাঁরা আবেদনের যোগ্য নন।
নির্বাচন প্রক্রিয়া:
নির্বাচন সম্পূর্ণরূপে সাক্ষাৎকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীদের ই-মেলের মাধ্যমে জানানো হবে এবং তারপর বিইএল ওয়েবসাইটে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
নিয়োগের মেয়াদ:
প্রাথমিক মেয়াদ হবে এক বছরের, তবে প্রার্থীর কর্মক্ষমতা পর্যালোচনা করে আরও এক বছর মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করা যেতে পারে। এমআইটি-এর মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছরের।
advertisement
বেতন:
১ম বছর– ১৮,০০০ টাকা
২য় বছর– ১৯,০০০ টাকা
৩য় বছর- ২০,০০০ টাকা
প্রয়োজনীয় ডকুমেন্ট:
- এসএসএলসি মার্কস কার্ড
- ডিগ্রী সার্টিফিকেট
- আইসিডব্লুএ ইন্টার পাশ/ সিএ ইন্টার পাশ সার্টিফিকেট
- কোভিড টিকাকরণের সার্টিফিকেট
- আধার কার্ড
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/09/BEL-Recruitment-2022-7.pdf করে দেখতে পারেন।
Location :
First Published :
September 30, 2022 5:15 PM IST