Axis Bank Recruitment 2023: অ্যাক্সিস ব্যাঙ্ক কলকাতার ব্রাঞ্চে সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন
- Published by:Salmali Das
Last Updated:
Axis Bank Recruitment 2023: সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ পদের জন্য।
কলকাতাঃ সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ পদের জন্য। সেলস/মার্কেটিং বা প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞ প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
অ্যাক্সিস ব্যাঙ্ক ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কে চাকরির কম-বেশি সুযোগ রয়েছে সারা বছর। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী তাঁর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও আগ্রহ অনুসারে নির্দিষ্ট বিভাগে তাদের ওয়েবসাইটে চাকরির জন্য আবেদনপত্র করে রাখতে পারেন।
আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার হিসেবে চাকরি চাই? সুযোগ ছাড়বেন না, আবেদন করুন আজই
advertisement
advertisement
আবেদন করার প্রক্রিয়াঃ
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/default.aspx আবেদনপত্র জমা দিতে পারেন। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
সংস্থা |
অ্যাক্সিস ব্যাঙ্ক |
পদ | ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ |
বিভাগ | সেলস ও রিটেল ব্যাঙ্কিং |
কাজের অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ (বারাসত) |
শিক্ষাগত যোগ্যতা | ব্যাচেলর ডিগ্রি |
অভিজ্ঞতা | ৬ মাসের বেশি |
জ্ঞান | BFSI প্রোডাক্টস (Banking, Finance and Insurance) |
বেতনক্রম: | ১৭,৫০০ - ₹২৩,০০০ / মাসিক |
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 2:22 PM IST