Air India Recruitment: পাইলট, কেবিন ক্রু মিলিয়ে চলতি বছরে ৫ হাজারের বেশি কর্মী নিয়োগ ! বিরাট ঘোষণা এয়ার ইন্ডিয়ার

Last Updated:

Air India to add over 4200 cabin crew and 900 pilots through 2023: এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, মোট ৯০০ জন পাইলট এবং ৪,২০০ কেবিন ক্রু নিয়োগ করা হবে চলতি বছরে।

পাইলট, কেবিন ক্রু মিলিয়ে চলতি বছরে ৫ হাজারের বেশি কর্মী নিয়োগ ! বিরাট ঘোষণা এয়ার ইন্ডিয়ার
পাইলট, কেবিন ক্রু মিলিয়ে চলতি বছরে ৫ হাজারের বেশি কর্মী নিয়োগ ! বিরাট ঘোষণা এয়ার ইন্ডিয়ার
কলকাতা: একের পর এক চমক দিয়েই চলেছে এয়ার ইন্ডিয়া ৷ টাটাদের হাতে মালিকানা চলে যাওয়ার পর থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নানারকম পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে বিমানসংস্থা ৷ এবার বিপুল সংখ্যায় কর্মী নিয়োগের কথাও ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ৷  এয়ারলাইন্সের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, মোট ৯০০ জন পাইলট এবং ৪,২০০ জন কেবিন ক্রু নিয়োগ করা হবে চলতি বছরে।
এয়ারবাস এবং বোয়িং- দুই বিমান প্রস্তুতকারক সংস্থার কাছ থেকেই রেকর্ড সংখ্যায় বিমান কেনার অর্ডার কিছুদিন আগেই দিয়ে রেখেছে এয়ার ইন্ডিয়া ৷ বোয়িংয়ের থেকে ২২০টি বিমানের পাশাপাশি এয়ারবাসের কাছ থেকে ২৫০টি, অর্থাৎ মোট ৪৭০টি বিমান কিনছে টাটাদের বিমানসংস্থা ৷ এবার বিপুল সংখ্যায় পাইলট এবং কেবিন ক্রু নিয়োগের কথাও ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ৷
advertisement
advertisement
advertisement
চলতি বছরের শেষের মধ্যেই এয়ারবাসের কাছ থেকে বেশ কিছু বিমান পেয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ৷ এরপর ধাপে ধাপে অর্ডার দেওয়া সব বিমানই পেয়ে যাবে টাটারা ৷ ফ্রান্স এবং আমেরিকা থেকে আসবে নতুন বিমানগুলি। সে কারণেই চলতি বছর পাইলট এবং কেবিন ক্রু নিয়োগ করতে চাইছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
advertisement
চাকরির জন্য কীভাবে আবেদন করবেন ?
Candidates interested in a career as Cabin Crew or Pilot at Air India can apply on cabincrewcareers@airindia.com  and pilotcareers@airindia.com respectively.
বাংলা খবর/ খবর/চাকরি/
Air India Recruitment: পাইলট, কেবিন ক্রু মিলিয়ে চলতি বছরে ৫ হাজারের বেশি কর্মী নিয়োগ ! বিরাট ঘোষণা এয়ার ইন্ডিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement