অগ্নিবীরদের নিয়োগে এক হাজার নম্বরের পরীক্ষা? দ্রুত প্রকাশ পাবে গাইডলাইন

Last Updated:

অগ্নিবীরদের ২৫ শতাংশকে নির্বাচিত করতে এক হাজার নম্বরের মূল্যায়ন পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তাঁদের নির্বাচিত করা হবে বলে সূত্রের খবর। 

.
.
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তরফে অগ্নিবীরদের ২৫ শতাংশ স্থায়ী চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চার বছর পর ৭৫ শতাংশে অবসর এবং বাকি ২৫ শতাংশ স্থায়ী চাকরি পাবেন। কীসের ভিত্তিতে এই ২৫ শতাংশ নির্বাচিত হবেন তা এখনও স্থির করা হয়নি। সূত্রের খবর, খুব দ্রুত এ ব্যাপারে গাইডলাইন প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। অগ্নিবীরদের ২৫ শতাংশকে নির্বাচিত করতে এক হাজার নম্বরের  মূল্যায়ন পদ্ধতি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তাঁদের নির্বাচিত করা হবে বলে সূত্রের খবর।
প্রশিক্ষণের ৬ মাস এবং চাকরি জীবনের চার বছর এই ১০০০ নম্বরের মূল্যায়ন পর্ব চলবে। গুলি চালানো, যুদ্ধের প্রস্তুতিতে দক্ষতা থেকে শুরু করে যে সমস্ত জওয়ানদের ক্রীড়ায় দক্ষতা দারুণ, গ্যালান্টরি সম্মান পেয়েছেন তাঁরা আলাদা করে বিশেষ নম্বর পাবেন। নিয়মানুবর্তিতা, সার্ভিস আইনে শাস্তি পাওয়া অগ্নিবীরদের নম্বর কাটা যাবে। মোট তিনটি স্তরে সেনা জওয়ানদের ১ হাজার নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব দ্রুত এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? প্রতিটা মুহূর্তে কড়া নজরদারি ডাক্তারদের
ভারতের তিন বাহিনীতে অগ্নিপথ প্রকল্পে ৪৬ হাজার জওয়ান নিয়োগ করা হবে। সেনাবাহিনীতে ৪০ হাজার এবং নৌসেনা ও বায়ুসেনায় ৩ হাজার জন করে জওয়ান নিয়োগ করা হবে। সূত্র মারফত জানা গিয়েছে যে, এই মুহূর্তে ভারতীয় সেনার তরফে পঞ্জাবের বাইরে অন্য কোনও রাজ্যে রিক্রুটমেন্ট র‍্যালি সংগঠিত করার পরিকল্পনা নেই। ভারতীয় সেনাবাহিনীর তরফে বিশেষ করে এই তথ্য জানানো হয়েছে, কেন না ইতিমধ্যেই নানা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে নিয়োগ সমাবেশ রাজ্যের বাইরেও সংগঠিত হতে পারে।
advertisement
advertisement
আরও জানা গিয়েছে যে, লুধিয়ানা এবং গুরুদাসপুরের রিক্রুটমেন্ট র‍্যালি সিভিল প্রশাসনের পূর্ণ সমর্থনে সফলভাবে পরিচালিত হয়েছে। সেনাবাহিনী এক সাক্ষাৎকারে জানিয়েছে যে, পূর্ববর্তী বছরের মতোই প্রার্থীদের রেজিস্ট্রেশন এবং পদযাত্রা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
অগ্নিবীরদের নিয়োগে এক হাজার নম্বরের পরীক্ষা? দ্রুত প্রকাশ পাবে গাইডলাইন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement