১১ হাজার শূন্যপদে নিয়োগ, প্রতিবছর টেট, ঘোষণা পর্ষদের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
প্রাথমিক বোর্ডের সভাপতি ঘোষণা করেন, ১১ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে প্রাথমিকের টেট৷
#কলকাতা: ১১ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার, এ কথা ঘোষণা করলেন প্রাথমিক বোর্ডের সভাপতি। আগেই আভাস পাওয়া গিয়েছিল, ডিসেম্বরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ বার সরাসরি ঘোষণা করেদিলেন তিনি।
সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ‘‘এই সপ্তাহেই নোটিফিকেশন দিচ্ছি৷ নিয়োগের জন্য আমি শূন্যপদ পেয়েছি৷ মোট ১১ হাজার শূন্যপদ আছে৷ প্রতিবছর আমরা টেট নেব৷ এটাই আমরা চেষ্টা করছি৷ প্রতি বছর জানুয়ারি মাসে আমরা শূন্যপদে নিয়োগ করব৷’’ অর্থাৎ প্রতি বছরই প্রাথমিকের টেটে নিয়োগ করা হবে, সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হল৷
advertisement
advertisement
আরও পড়ুন: জাগো বাংলার অনুষ্ঠানে অনুপস্থিত বাবুল সুপ্রিয়, ‘বিস্মরণ’ নিয়ে চর্চা তুঙ্গে
প্রাথমিক বোর্ডের সভাপতি ঘোষণা করেন, ১১ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে প্রাথমিকের টেট৷ সোমবার বিকেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এই নিয়োগের কথা ঘোষণা করেন৷ আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটি বৈঠক করে, সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ করা হয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বরের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে৷
advertisement
অন্য দিকে ২০২০ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় কয়েক হাজার চাকরির নির্দেশ আদালতের। পড়ে থাকা ৩, ৯২৯ শূন্য পদে সকলকে চাকরির নির্দেশ। আলি এহসান মালিক, সুমন্ত মোদক, জহিরুল সেখ-সহ ৩৫ মামলায় এই চাকরির নির্দেশ। ৭ নভেম্বর মধ্যে নিয়োগ রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অভিযোগ ছিল, শূন্যপদ থাকলেও নিয়োগ করা হয়নি টেট ২০১৪ উত্তীর্ণদের। আদতে ১৬, ৫০০ নিয়োগের কথা বলা হলেও নিয়োগ হয় ১২,৫৭১ জনের।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
September 26, 2022 5:36 PM IST