Jhargram News: বিদ্যালয়ের ভিতরে জল থৈ থৈ অবস্থা, মাঝপথে বন্ধ স্কুলে পঠনপাঠন

Last Updated:

নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে একটু বৃষ্টিতেই জল থৈ থৈ অবস্থা হয়। গত পরশু থেকে নাগাড়ে বৃষ্টি হওয়ায় স্কুলের মধ্যে হাঁটু সমান জল, বাধ্য হয়ে বন্ধ করে দিতে হল পঠন পাঠন।

+
title=

ঝাড়গ্রাম: সাধারণভাবে দেখলে মনে হবে কোন নদী পেরিয়ে স্কুলে আসছে বিদ্যালয়ের পড়ুয়ারা। তবে আদপে তা নয়। এটি আসলে একটি বিদ্যালয়ের ছবি। নাগাড়ে বৃষ্টি কারণে ডুবে গেল বিদ্যালয়ের ক্লাসরুম, স্টাফ রুম সহ একাধিক কক্ষ। স্কুলের মধ্যে প্রায় হাঁটু সমান জল। জলে ভাসছে টেবিল, চেয়ার, অফিস রুমে থাকা গুরুত্বপূর্ন নথিও। বাধ্য হয়ে নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয়ের বন্ধ করে ছোট ছোট মেয়েদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে নিয়ে যান শিক্ষিকারা।
জানা যায়, বৃহস্পতিবার নাগাড়ে বৃষ্টির কারণে জল ঢুকে যায় ঝাড়গ্রাম বিনোদ মঞ্জুরী বালিকা বিদ্যালয়ে। কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে। ক্লাসরুমে, স্টাফ রুমে জল থৈ থৈ অবস্থা। বাধ্য হয়ে স্কুল ছুটি হওয়ার আগেই পড়ানো বন্ধ করেন শিক্ষিকারা।
আরও পড়ুন ঃ বয়স মাত্র ২ বছর আট মাস, একরত্তির প্রতিভা জানলে চমকে যাবেন
হাঁটু সমান জল পেরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয় ছাত্রীদের। দীর্ঘদিন ধরে এই সমস্যায় পড়েছেন ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা। তাদের অভিযোগ স্কুল চত্বরে থাকা নিকাশী নালা পরিকল্পনা বিহীন ভাবে গড়ে তুলেছে পৌরসভা।
advertisement
advertisement
নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে বারংবার এই সমস্যায় পড়তে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে। শুধু বিদ্যালয় নয়, বিদ্যালয়ের বাইরের রাস্তাতেও জমে জল। নোংরা জল পেরিয়ে যেতে হয় সকলকে। কবে এই সমস্যার সমাধান হয় তার দিকে তাকিয়ে সকলে।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/ঝাড়গ্রাম/
Jhargram News: বিদ্যালয়ের ভিতরে জল থৈ থৈ অবস্থা, মাঝপথে বন্ধ স্কুলে পঠনপাঠন
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement