Jhargram News: লক্ষ্য স্থির, তীরন্দাজিতেই অলিম্পিকের স্বপ্ন বুনছে খুদে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
ষষ্ঠ শ্রেণির স্নেহাংশু বিশ্বাস এখন থেকেই লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে অলিম্পিককে। সেই লক্ষ্য পূরণের জন্য দিবরাত্র সে তীরন্দাজি অভ্যাস করে চলেছে
ঝাড়গ্রাম: সবুজে ঘেরা জঙ্গলমহলে প্রতিভা অনেক। ফুটবল হোক কিংবা তীরন্দাজি, খেলাধুলোর ক্ষেত্রে ছোট্ট জেলা ঝাড়গ্রামের নাম গোটা রাজ্যেই সমাদৃত। সেখানকারই এক খুদে এখন থেকেই স্বপ্ন দেখছে তীরন্দাজিতে অলিম্পিকের মঞ্চ মাতানো।
আদিবাসীদের মধ্যে এমনিতেই তীর ছোড়ার প্রচলন বহু যুগ ধরে প্রচলিত। সেই সূত্র ধরে আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার মানুষ আপন করে নিয়েছে আধুনিক তীরন্দাজিকে। সেই তীরন্দাজিতেই জীবনের ভবিষ্যত দেখেছে ছোট্ট স্নেহাংশু বিশ্বাস। জঙ্গলমহলের নয়াগ্রামের খড়িকার বাসিন্দা ছোট্ট স্নেহাংশু। ষষ্ঠ শ্রেণিতে পড়ে সে। এখন থেকেই তীরন্দাজিতে তার দুর্দান্ত সাফল্য। তার ছোঁড়া তীর যেকোনও লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে।
advertisement
advertisement
পড়াশোনার পাশাপাশি তীরন্দাজির চর্চায় বুঁদ হয়ে থাকে এই খুদে। প্রতিদিন সে ঘণ্টা তিনেক তীর ছোড়া প্র্যাকটিস করে। বাবা সৌমিত্র বিশ্বাস তার প্রশিক্ষক। প্র্যাকটিসের বেশিরভাগ সময় নিজেই চর্চা করে।ইতিমধ্যেই জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বেশ কিছুক্ষেত্রে সাফল্য পেয়েছে।
বরাবরই খেলাধুলোর প্রতি ঝোঁক ছোট্ট স্নেহাংশুর। প্রথম দিকে ফুটবল খেলার প্রতি আগ্রহ থাকলেও পরে সেখান থেকে সরে এসে তীরন্দাজিকেই ধ্যানজ্ঞান করে তোলে সে। এই খেলাতেই লক্ষ্যভেদ করতে চায় স্নেহাংশু। ছোট বয়স থেকে তার লক্ষ্য অলিম্পিক। আগামীদিনে যে জঙ্গলমহল ক্রীড়াক্ষেত্রে এক বিস্ময়কর প্রতিভাকে পেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 2:18 PM IST