জলপাইগুড়ি: চড়ক মেলা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চড়ক গাছ! এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে বোরাগারি এলাকায়। চড়কগাছ ভেঙে আহত হলেন তিনজন। চড়কেরই মেলায় এই কাণ্ড!
জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে শুক্রবার ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় চড়ক পুজো ও মেলার আয়োজন করা হয়েছিল। সেই মতো বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগারি এলাকায় চলছিল চড়ক পুজো এবং মেলা। দূর দূরান্তের প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। সেখানে চড়ক ঘোরার সময় আচমকা চড়ক ভেঙে পড়ে যায় দর্শনার্থীদের ওপর।
আরও পড়ুন: নববর্ষের আগের রাতে কাণ্ড! বাজারে বিকট শব্দ, উপরে চোখ যেতেই আঁতকে উঠলেন বাসিন্দারা
আরও পড়ুন: নেশায় মত্ত স্বামীকে রড, বল্লম দিয়ে মারধর করে থানায় ছুট স্ত্রীর, পরে ভয়ানক পরিণতি
আহতদের উদ্ধার করে স্থানীয়রা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল। প্রত্যেকেই চড়ক পূজোর মেলা দেখতে গিয়েছিলেন এবং চড়ক গাছে বঁড়শি লাগানো ব্যক্তি-সহ ছিটকে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় ধুপগুড়ি থানার পুলিশ।
গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতাপ মজুমদার বলেন, দূর থেকে বহু মানুষ মেলা দেখতে ভিড় জমান প্রতি বছর। বহু বছর ধরে এই চড়ক আয়োজিত হয়ে আসছে। কী কারণে এই ধরনের ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়।
সুরজিৎ দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Charak puja, Jalpaiguri News