Cooch Behar News: নববর্ষের আগের রাতে কাণ্ড! বাজারে বিকট শব্দ, উপরে চোখ যেতেই আঁতকে উঠলেন বাসিন্দারা

Last Updated:

Cooch Behar News: শতাব্দী প্রাচীন বিশাল আকারের বট গাছ ভেঙে পড়ার ফলে বাজারে উপস্থিত মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই।

শতাব্দী প্রাচীন বট গাছের ভাঙা অংশ
শতাব্দী প্রাচীন বট গাছের ভাঙা অংশ
#মাথাভাঙা: নববর্ষের আগে জমজমাট মাথাভাঙা বাজার চত্বর। বাজার ছিল ক্রেতাদের ভিড়ে ঠাসা। আচমকাই বিকট শব্দ শুনতে পাওয়া গেল সেখানে। চোখের নিমেষে শতাব্দী প্রাচীন বিশাল আকারের একটি বটগাছ ভেঙে পড়ল মাথাভাঙা বাজার এলাকায়। যদিও এই গোটা ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে বট গাছটির তলায় থাকা দু’টি দোকান ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও মাথাভাঙা বাজার মার্কেটিং কমপ্লেক্সের ছাদের একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে এই বট গাছটি ভেঙে পড়ায়। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাজারের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শতাব্দী প্রাচীন বিশাল আকারের বট গাছ ভেঙে পড়ার ফলে বাজারে উপস্থিত মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। যদিও গোটা ঘটনায় তৎপরতার সঙ্গে গোটা পরিস্থিতি মোকাবিলা করেছে মাথাভাঙা পৌরসভা।
advertisement
advertisement
দ্রুত মাথাভাঙা থানা ও দমকল বাহিনীর দফতরে খবর দেওয়া হয়। এছাড়াও খবর পাঠানো হয় বন দফতরের কাছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও দমকল এবং বন দফতরের কর্মীরা। সকলের সহায়তায় দ্রুত গাছটির কিছুটা অংশ এলাকা থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়।
advertisement
মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানান, দীর্ঘ সময় ধরে এই শতাব্দী প্রাচীন বট গাছটির ভিতরের অংশে পঁচন ধরে নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই গাছটি যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা ছিল। তবে এই ভাবে আচমকা ভেঙে পড়ার ফলে বেশ ক্ষতি হয়েছে। বাজারের দু’টি দোকানের পাশাপাশি মার্কেট কমপ্লেক্সের ছাদের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। তবে কোনও মানুষ আহত হননি। সেটাই আশার বিষয়।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: নববর্ষের আগের রাতে কাণ্ড! বাজারে বিকট শব্দ, উপরে চোখ যেতেই আঁতকে উঠলেন বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement