Jalpaiguri News: ট্রেলারের তলায় গোপন কুঠুরি, তার মধ্যে লুকিয়ে পাচার হচ্ছিল ২২৪ কেজি গাঁজা!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নির্দিষ্ট নম্বরের ট্রেলারটি আসতেই চিরুনি তল্লাশি শুরু করেন পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত ট্রেলারের নিচের দিকে এক গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় প্রায় ২২৪ কিলোগ্রাম গাঁজা!
জলপাইগুড়ি: একেই বলে ওস্তাদের মার শেষ রাতে মাদকদ্রব্য পাচারকারীরা প্রতিদিন নিত্যনতুন পদ্ধতি বার করছে যদিও তাদের সব ছলচাতুরি বলতে গেলে ধরে ফেলছে পুলিশ এই যেমন হল জলপাইগুড়ির আমবাড়ি ক্যানেল রোডে। অনেক কৌশল করেও শেষ পর্যন্ত পুলিশের চোখে ধুলো দিতে পারলেন না গাঁজা পাচারকারী। আর তাতেই উদ্ধার হল ২২৪ কিলো গাঁজা!
সোমবার বিকেলে আমবাড়ি-ফালাকাটা ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে, একটি বড় ট্রেলারের চোরা কুঠুরিতে লুকিয়ে পাচার হচ্ছে গাঁজা। গোপন সূত্রে এই খবর পেয়েই আমবাড়ি ক্যানেল রোডে নাকা চেকিং শুরু করে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরের ট্রেলারটি আসতেই চিরুনি তল্লাশি শুরু করেন পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত ট্রেলারের নিচের দিকে এক গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় প্রায় ২২৪ কিলোগ্রাম গাঁজা!
advertisement
advertisement
ওই ট্রেলারে গোপন কুঠুরিটা যেভাবে বানানো হয়েছিল তা দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন কর্তব্যরত পুলিশকর্মীরা। জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য অন্তত ১৫ লক্ষ টাকা। পুলিশ গাঁজা পাচারের অভিযোগে ট্রেলারের চালক রঞ্জিত কুমারকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি বিহারে। এই ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 11:51 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ট্রেলারের তলায় গোপন কুঠুরি, তার মধ্যে লুকিয়ে পাচার হচ্ছিল ২২৪ কেজি গাঁজা!