Jalpaiguri News: পানীয় জলের সঙ্কট চরমে, দ্রুত সমস্যা না মিটলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
জলপাইগুড়ির অরবিন্দ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। তাঁদের অভিযোগ, বার বার পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও, সকলকে এই সমস্যার কথা জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি।
জলপাইগুড়ি: পানীয় জলের সমস্যায় জেরবার সকলে। দ্রুত সমাধান চাইছে মানুষ। এ পর্যন্ত ঠিক আছে, কারণ গ্রাম বাংলার বহু এলাকার এটাই পরিচিত ছবি। কিন্তু এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয়, সমস্যার দ্রুত সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিল খোদ শাসক দল! এমনই অবাক করা কাণ্ড ঘটল জলপাইগুড়িতে।
জলপাইগুড়ির অরবিন্দ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। তাঁদের অভিযোগ, বার বার পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও, সকলকে এই সমস্যার কথা জানানো হলেও কাজের কাজ কিছু হয়নি। সকালে বা দুপুরে কলে জল এলেও তার গতি খুবই অল্প থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই জল বন্ধ হয়ে যায়। ফলে তাঁরা বাধ্য হচ্ছেন দূর থেকে জল নিয়ে আসতে। প্রতিদিন এলাকায় জল নেওয়ার জন্য লম্বা লাইন পরছে।
advertisement
আরও পড়ুন: হাসপাতালের একমাত্র পানীয় জলের কল মাসের পর মাস খারাপ হয়ে পড়ে! জলপান না করেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা
advertisement
এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। তাৎপর্যপূর্ণভাবে তাঁরা পাশে পেয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। শাসকদলের তরফ থেকে প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত এলাকার পানীয় জলের এই সমস্যার সমাধান করতে হবে। না হলে আগামী দিনে রাস্তা অবরোধ সহ আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
advertisement
জলের এই সমস্যা প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, এর সমাধান আমরা খুব তাড়াতাড়ি করব। যে পানীয় জলের কলগুলো অচল অবস্থায় রয়েছে সেই কলগুলো আগে মেরামত করা হবে। আশা করছি খুব শীঘ্রই আমরা এই সমস্যার সমাধান করতে পারব।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 9:19 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: পানীয় জলের সঙ্কট চরমে, দ্রুত সমস্যা না মিটলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের