Jalpaiguri News: পূর্বপুরুষের স্মৃতির টানে দু'দশক ধরে বন্ধ চা বাগান আগলে শ্রমিকরা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
"প্রায় দু' দশক ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এই বাগানে আগে কাজ করত আমার পূর্বপুরুষেরা। সেই কারণেই ছেড়ে যেতে পারিনি। তাই বাগানকে আগলে রয়েছি।"
জলপাইগুড়ি: বছর আসে বছর যায় বন্ধই থাকে রায়পুর চা বাগান। আবার শিফট পরিবর্তনের সাইরেন বাজবে, গোটা এলাকা গমগম করে উঠবে সেই স্বপ্ন দেখেন এখানকার কর্মহীন শ্রমিকরা। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে ফারাকটা ক্রমশই যেন চওড়া হয়ে উঠছে।
জলপাইগুড়ির রায়পুর চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। ফলে রোজগার সম্পূর্ণরূপে বন্ধ এখানকার শ্রমিকদের। তাঁরা একাধিকবার এই বন্ধ চা বাগান খোলার দাবি জানিয়েছেন, কিন্তু লাভ হয়নি। এই অবস্থায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে এখানকার প্রায় ৬০০ শ্রমিক পরিবার। রুটি রুজির খোঁজে অনেক শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছেন।এই চা বাগান খোলার বিষয়টি নিয়ে বহুবার জলপাইগুড়ির জেলাশাসকের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু ফলাফল কিছু বেরিয়ে আসেনি।
advertisement
advertisement
অসহায় শ্রমিক পরিবারগুলি জানিয়েছে মাঝে একবার বাগান খুললেও পুনরায় তা বন্ধ হয়ে যায়।বাগান দেখভালকারী স্থানীয় কিছু বাসিন্দা নিজেদের মত চা পাতা উৎপাদন করে বাইরে বিক্রি করে দুটো পয়সা রোজগার করেন। এদিকে রায়পুর চা বাগানের শ্রমিকদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের জন্য মালিকপক্ষ রাজি থাকলেও জেলা প্রশাসন সেদিকেও নজর দিচ্ছে না। সরেন ওঁরাও নামে এক শ্রমিক জানান, বাগান প্রায় দু' দশক ধরে বন্ধ হয়ে পড়ে আছে। এই বাগানে আগে কাজ করত আমার পূর্বপুরুষেরা। সেই কারণেই ছেড়ে যেতে পারিনি। তাই বাগানকে আগলে রয়েছি। অপর আরেক শ্রমিক প্রধান হেমব্রম বলেন, এই বাগান বহুদিন ধরে বন্ধ। বহুবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন কোনও নজর দিচ্ছে না। আমাদের অনুরোধ, প্রশাসন যদি একটু নজর দেয় তা হলে খুব ভালো হয়।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 8:41 AM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: পূর্বপুরুষের স্মৃতির টানে দু'দশক ধরে বন্ধ চা বাগান আগলে শ্রমিকরা