The Kerala Story :'দ্য কেরালা স্টোরি' সৃষ্টিতে অবদান জলপাইগুড়ির মেয়ের! জানুন

Last Updated:

The Kerala Story: বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন উত্তরবঙ্গের এই কন্যা।

+
দ্য‌

দ্য‌ কেরালা স্টোরি প্রোডাকশন ডিজাইনার অঙ্গনা সেন

জলপাইগুড়ি: ‘দ্য কেরালা স্টোরি’তে প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন জলপাইগুড়ির মেয়ে অঙ্গনা সেন।বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন উত্তরবঙ্গের এই কন্যা। সমগ্র দেশ তোলপাড় করা ‘দ্য কেরালা স্টোরিতে’কাজ করেছে সে। আর এই সিনেমার পরিচালক সুদীপ্ত সেন সম্পর্কে অঙ্গনার কাকা।
অঙ্গনা সেনের পুরনো বাড়ি জলপাইগুড়ি শহরের রায়কত পাড়ায়। কিন্তু বর্তমানে তারা শহরের নিউটাউন পাড়ার বাসিন্দা। যদিও কর্মসূত্রে অঙ্গনা বর্তমানে মুম্বাইতে থাকেন। জলপাইগুড়ির বাড়িতে রয়েছেন তার বাবা মনোজ সেন। অঙ্গনার স্কুল জীবন জলপাইগুড়িতেই। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক ও রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন। ছোট থেকেই তার আঁকার প্রতি ছিল যথেষ্ট দক্ষতা। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা ছিল তার একমাত্র ধ্যানজ্ঞান।
advertisement
আরও পড়ুন:
advertisement
সেজন্য পরবর্তী সময়ে কলা ভবন থেকে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা শুরু করেন। প্রথমত কলকাতাতেই তার কর্মজীবন শুরু হয়। এরপর ২০১১ সালে প্রথম মুম্বাই পাড়ি দেয় অঙ্গনা। কলকাতায় তার কাজের পরিবেশ তেমন না থাকায় ,২০১৮ সালে পাকাপাকিভাবে মুম্বই চলে যায়। ‘তানহাজি’ ছবিতে সেট রানার হিসেবে কাজ করেন।
আরও পড়ুন:
advertisement
‘একদুয়া’ ছবিতে প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেন। এছাড়াও একাধিক ওয়েব সিরিজে প্রোডাকশন ডিজাইনার ও অভিনয়েরও কাজ করেছেন। বর্তমানে সে বলিউডের অন্যতম প্রোডাকশন ডিজাইনার। মেয়ের সাফল্যে গর্বিত বাবা মনোজ সেন।কাজের সূত্রে অঙ্গনা মুম্বাইতে থাকলেও ,সে জলপাইগুড়ির মেয়ে। তাই তাকে নিয়ে গর্বিত জলপাইগুড়ির বাসিন্দারাও।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
The Kerala Story :'দ্য কেরালা স্টোরি' সৃষ্টিতে অবদান জলপাইগুড়ির মেয়ের! জানুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement