Jalpaiguri News: রাস্তার ধুলো মিশছে মিড-ডে মিলে, হুঁশ নেই কারোর!

Last Updated:

রাস্তা দিয়ে গাড়ি গেলেই পাউডারের মত উড়ে আসছে ধুলো, তা মিশে যাচ্ছে মিড-ডে মিলে! তবু হুঁশ নেই প্রশাসনের

+
মিড-ডে

মিড-ডে মিলে মিশছে ধুলো

#জলপাইগুড়ি: প্রতিবছর নিয়ম করে রাস্তা সারাই হয়, তবুও হাল ফেরে না মাল থেকে গজলডোবা যাওয়ার তিস্তা ব্যারেজ লিঙ্ক রোডের। মাস খানেক যেতে না যেতেই রাস্তার চোকলা উঠে, খাড়াখন্দ তৈরি হয়ে সে চলাচলের বেহাল হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তার জন্য দুর্ভোগে পড়তে হয় এলাকার মানুষকে। কিন্তু তাতেও প্রায় অভ্যস্ত হয়ে উঠেছেন স্থানীয়রা তবে নতুন এক উৎপাতে এসে দেখা দিয়েছে। এই রাস্তা এতটাই খারাপ যে গাড়ি-ঘোড়া গেলেই পাউডারের মত ধুলো উড়তে শুরু করে। আর সেই ধুলোই এখন মিশে যাচ্ছে স্কুলের মিড ডে মিলের রান্না করা খাবারে!
মাল থেকে গাজোলডোবা যা‌ওয়ার তিস্তা ব্যারেজ লিঙ্ক রোড একটি রাজ্য সড়ক। মালবাজার থেকে জলপাইগুড়ি ও শিলিগুড়ি যাওয়ার বিকল্প রাস্তাও এটি। ওদলাবাড়ির ধুমসিগাড়া থেকে গজলডোবা ১০ নাম্বার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার হাল সবচেয়ে খারাপ। ফলে ছোটখাট দুর্ঘটনা লেগেই থাকে। তারঘেরা রেঞ্জের গজলডোবা বিটের জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে এই রাস্তা। সেই জঙ্গল এলাকার রাস্তাও ভেঙে চুরমার হয়ে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই রাস্তা দিতে যেতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। কারণ জঙ্গল এলাকায় হাতির ভয়, আর অন্যদিকে রাস্তার কারণে গাড়ি দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা। তাছাড়া এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোন বন্যপ্রাণী তাড়া করলে তাড়াতাড়ি যে গাড়ি নিয়ে পালিয়ে যাবে, খারাপ রাস্তার কারণে তারও সুযোগ প্রায় নেই। তাছাড়া স্থানীয়রা জানালেন, বর্ষাকালে জল জমে এই রাস্তা কার্যত পুকুরের চেহারা নেয়!
advertisement
advertisement
তবে সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে গজলডোবা ১০ নম্বর কলোনি এলাকায়। এখানে একটি হাইস্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয় আছে। খারাপ রাস্তার কারণে গাড়ি গেলেই ধুলো-বালি উড়ে স্কুলের ভেতরে ঢুকে যাচ্ছে। সবচেয়ে বড় বিপদ হল এই দুই স্কুলের মিড ডে মিলের রান্না করা খাবারও আজকাল রাস্তার ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। বই খাতা টেবিল চেয়ার বেঞ্চ সবকিছুতে প্রতিমুহূর্তে ধুলো কিচকিচ করছে!
advertisement
এই রাজ্য সড়কের অবস্থা এতটাই খারাপ যে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও যাতায়াত করতে ভয় পাচ্ছেন। কারন যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে যেতে পারে। এই রাস্তা সরাইয়ের দাবিতে বেশ কয়েকবার এলাকার মানুষ পথ অবরোধ করেছেন, কিন্তু লাভ কিছু হয়নি। স্থানীয়দের অভিযোগ, সঠিক উপকরণ দিয়ে রাস্তা তৈরি হয় না। সস্তার খারাপ দ্রব্য দিয়ে রাস্তা সারাইয়ের ফলেই দু'দিনের মধ্যেই তা খাটালে পরিণত হয়!
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রাস্তার ধুলো মিশছে মিড-ডে মিলে, হুঁশ নেই কারোর!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement