Women Empowerment: শিলিগুড়ির ঐতিহ্যবাহী টাউন স্টেশন সেই প্রথম স্টেশন যার অধিকাংশ দায়িত্বে মহিলারাই

Last Updated:

প্রাচীন ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশনের দায়িত্বভার এখন প্রায় সবটাই মহিলাদের হাতে

+
রেলওয়ে

রেলওয়ে স্টেশনের নানা কাজে মহিলারা

#শিলিগুড়ি: আজ আন্তর্জাতিক নারী দিবস। আর নারী নিয়ে কথা বলতে গেলে শব্দ ফুরিয়ে আনতে পারে এমন বহু ব্যক্তিত্ব রয়েছে আমাদের চারপাশে। এই ধরুন না, এক বিশাল রেলওয়ে স্টেশন সামলাচ্ছেন 'মহিলা বাহিনী'। অর্থাৎ প্রায় পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত। এখানে পুরুষ বলতে ওই হাতে গোনা কয়েকজন। ছেলেদের অনুপাতে মেয়েদেরই উপস্থিতি বেশি। প্রাচীন ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশনের দায়িত্বভার এখন প্রায় সবটাই মহিলাদের হাতে। মহিলা স্টেশন ম্যানেজার থেকে শুরু করে পয়েন্টসম্যান তিনজনও মহিলা। পোর্টার দু’জন। তাঁরাও মহিলা। জুনিয়র কমার্শিয়াল ক্লার্ক (junior commercial clerk) চার’জন। মাল্টিস্কিলড স্টাফ (multitasked staff) ১১ জন। সব মহিলা। চারজন গেটকিপার (gatekeeper)। তাদের মধ্যেও দুজন মহিলা।
সব মিলিয়ে ৩০ জন মহিলা কর্মী। আর এরা সবাই মিলে ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশন পরিচালনা করেন। পুরুষ বলতে হাতেগোনা দু'একজন। কিন্তু তাতে কুছ পারোয়া নেহি। অনায়াসে ট্রেনের অভিমুখ শীত, গ্রীষ্ম, বর্ষা, সকাল থেকে রাত ৩৬৫ দিন পরিচালনা করছেন। আজ বিশ্ব নারী দিবস। আর এই নারী দিবসে সশ্রদ্ধা এই মহিলা রেলকর্মীদের। শিলিগুড়ি টাউন স্টেশন। দেশের মধ্যে অন্যতম ঐতিহাসিক রেল স্টেশন। শুধু ঐতিহাসিকই নয়. বলা ভালো ঐতিহ্যবাহী রেল স্টেশন শিলিগুড়ি টাউন স্টেশন। এই স্টেশনে পায়ের ধুলো পড়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, বাঘাযতীন, নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো মনিষীদের। আর ২০২২ সালে সেই স্টেশনের রাশ মহিলাদের হাতে। শিলিগুড়ি টাউন স্টেশন উত্তর-পূর্ব সীমান্ত রেল তো বটেই, গোটা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
advertisement
রাজ্যে যেমন এই ধরনের স্টেশন আর দ্বিতীয়টি নেই, তেমনি গোটা দেশের হিসেব ধরলে এ ছাড়া আর মাত্র তিনটি স্টেশন রয়েছে যেখানে মহিলারাই ট্রেন আসা-যাওয়া, সিগনাল, লগ অপারেশন থেকে যাবতীয় কাজ পরিচালনা করেন। ফলে ব্যতিক্রমী হিসেবে ইতিমধ্যেই রাজ্যের নজর কেড়েছে স্টেশনটি। আন্তর্জাতিক নারী দিবসে এই কথায় গর্ববোধ করছেন শহরের নারী পুরুষ উভয়ই। সংসার, বাড়ি সামলে চাকরির হাল ধরতে কিন্তু পিছপা হচ্ছেন না মহিলারাও, আর এই হল তার প্রমাণ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Women Empowerment: শিলিগুড়ির ঐতিহ্যবাহী টাউন স্টেশন সেই প্রথম স্টেশন যার অধিকাংশ দায়িত্বে মহিলারাই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement