Siliguri News: সপ্তাহে পাঁচবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার
- Published by:Sovan Goswami
Last Updated:
ফের বাড়ল জ্বালানি তেলের দাম। দিল্লিতে একশোর নীচে পেট্রোল, বাংলায় দাম ১০৯ টাকা ৪৫ পয়সা প্রতি লিটার।
শিলিগুড়ি: আশঙ্কাই সত্যি হল! পাঁচ রাজ্যের নির্বাচন(Election) শেষ হতেই বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এনিয়ে এক সপ্তাহের মধ্যে পাঁচবার বাড়ল জ্বালানি তেলের দাম(Fuel price)। রবিবার পেট্রোলের দাম লিটারে ৫২ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ৫৬ পয়সা বাড়ানো হয়েছে। কাজেই পেট্রোলের নতুন দাম হল ১০৯ টাকা ৪৫ পয়সা, ডিজেল হল ৯৩ টাকা ৫৭ পয়সা। এই ছ'দিনে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম প্রায় ৪ টাকা বেড়েছে। রাজধানী দিল্লিতে (Delhi)যদিও দাম এরাজ্যের তুলনায় অনেকটা কম।এই নিয়ে স্বভাবতই ক্ষোভ দেখা দিচ্ছে গোটা দেশের মতোই উত্তর বঙ্গেও। পর্যটন শিল্পের পরিবহণ এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের যেমন এই নিয়ে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে, তেমনই পরিবহন শূল্ক বাড়লে তার জেরে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা করছেন শহরবাসি।
এদিকে দেশের অন্যান্য জায়গায় তূলনামূলক জ্বালানির দাম এরাজ্যের তুলনায় কম হওয়ায় অনেকেই এই নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। এদিন দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ৯৯ টাকা ১১ পয়সা এবং ডিজেলের দাম হল ৯০ টাকা ৪২ পয়সা। গত সপ্তাহেই বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের (Cooking gas)দাম। জ্বালানির দাম এই ভাবে বাড়তে থাকলে অন্যান্য জিনিষপত্রের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটন শিল্প করোনার জেরে একদিকে যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনই জ্বালানির এইভাবে দাম দিনের পর দিন বেড়ে চলায় নতুন করে পর্যটন ক্ষেত্রও ধাক্কা আসতে চলেছে বলে মনে করছেন শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা। করোনা-পরবর্তী সময়ে এইভাবে মূল্যবৃদ্ধির ফলে চরম আর্থিক সমস্যায় (Economical crisis)পড়ছে আমজনতা।
advertisement
ভাস্কর চক্রবর্তী,
advertisement
Location :
First Published :
March 28, 2022 11:28 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri News: সপ্তাহে পাঁচবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস আমজনতার