Siliguri NBMCH-OSD Covid affected: করোনার কুনজরে এবার উত্তরবঙ্গ! সংক্রমিত ওএসডি, প্রিন্সিপাল, চিকিৎসক সহ একাধিক পড়ুয়া
- Published by:Samarpita Banerjee
Last Updated:
পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, প্রত্যেকটি ঠেকে এবং দোকানে সর্বদা নজর রাখছে পুলিশ পেট্রোলিং ভ্যান।
#শিলিগুড়ি ও জলপাইগুড়ি: রাজ্যের কপালে চিন্তার ভাঁজ প্রথমেই ফেলে দিয়েছিল করোনা সংক্রমণের গ্রাফ। চিকিৎসকদের বারবার সচেতনতার পরও কোথাও যেন উল্লাস, উচ্ছ্বাস, বাড়তি উৎসাহ আরও বাড়িয়ে দিল রাজ্য ও জেলা প্রশাসনের চিন্তা। জলপাইগুড়ি জেলা থেকে শুরু করে সমগ্র উত্তরবঙ্গে সংক্রমণের গ্রাফ ঊর্দ্ধমুখী। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল করোনা আক্রান্ত।(Siliguri NBMCH-OSD Covid affected)
ইতিমধ্যেই টনক নাড়িয়েছে করোনা সংক্রমণের খবর। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসক, পড়ুয়া ও নার্স-সহ ২৫ জন করোনা সংক্রমিত হন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রধান ইন্দ্রজিৎ সাহা করোনায় আক্রান্ত। এই খবর রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সহ গোটা জলপাইগুড়িতে।
এদিকে, জলপাইগুড়িতে আক্রান্ত ডেপুটি সুপার, সদর হাসপাতালের নার্সিং স্টাফ সহ ৫। এদিন র্যাট টেস্টে একজন ডেপুটি সুপারের দেহে করোনা সংক্রমন মিলেছে (Siliguri NBMCH-OSD Covid affected)। চিকিৎসকদের কথায়, কলকাতা সহ অন্যান্য জায়গায় যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে চিন্তা বাড়ছে। করোনার বারবাড়ন্তের দিকে নজর রেখে কোভিড হাসপাতালে নার্সিং স্টাফ থেকে শুরু করে অন্যান্য অস্থায়ী কর্মীদের নতুন করে নিয়োগ করা হচ্ছে বলে সুপার জানান। তবে একটি বিষয় পরিস্কার, শহর পেরিয়ে জেলায় জেলায় করোনার থাবা নিজের মুঠ শক্ত করছে।
advertisement
advertisement
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের (North Bengal Medical College and Hospital - NBMCH) বিভাগীয় প্রধান (Head of the Department - HOD) তথা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association - IMA) শিলিগুড়ি শাখার সম্পাদক ডাঃ রাধেশ্যাম মাহাতো বলেন, "আজকের এই করোনার গ্রাফের বাড়বাড়ন্তর জন্য আমরা প্রকৃতপক্ষে দায়ী। আমরা চিকিৎসক মহল বারবার সর্বসমক্ষে সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়ে চলেছিলাম যাতে তাঁরা প্রত্যেকে কোভিড আচরণবিধি মেনে চলেন। কিন্তু খামতি থেকেই গিয়েছিল। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন, ঘনঘন হাত, মোবাইল স্যানিটাইজ করে নেবেন, শারীরিক দূরত্বও বজিয়ে রেখে চলবেন। প্রশাসনিক নির্দেশ মেনে চলবেন"।
advertisement
উল্লেখ্য, নানান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর এবার করোনা সংক্রমিত হন উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের স্পেশাল অন ডিউটি অফিসার (ওএসডি) সুশান্ত রায় ৷ তাঁর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল (principal) ইন্দ্রজিৎ সাহা, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (north bengal medical college and hospital) অধ্যাপক ও চিকিৎসক কল্যাণ খাঁ ও সুপার সঞ্জয় মল্লিকের কার্যালয়ের পাঁচ কর্মীও করোনা আক্রান্ত ৷ চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কপালে।
advertisement
বলা বাহুল্য, নাইট কার্ফু (night curfew )চলছে এবং বিভিন্ন ওয়ার্ডে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, প্রত্যেকটি ঠেকে এবং দোকানে সর্বদা নজর রাখছে পুলিশ পেট্রোলিং ভ্যান। রাত ১০টার পর আইনত যাঁরা বাইরে রয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। সঠিক উত্তর না পেলে বা পরিচয়পত্র না পেলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এতে একটি বিষয় পরিষ্কার, প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর করোনাকে রুখতে। প্রশাসনের তরফে সার্বিক উদ্যোগ নেওয়া হচ্ছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
advertisement
এদিকে জানা গিয়েছে, কাশিতে ভুগছিলেন সুশান্ত রায় ও ইন্দ্রজিৎ সাহা। দু‘জনের নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। ওএসডি সুশান্ত রায়ের উচ্চ রক্তচাপ, মধুমেহ রোগ ছাড়াও বিভিন্ন রোগ থাকায় তাঁকে কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬৭ জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত।(Siliguri NBMCH-OSD Covid affected)
advertisement
ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে (ভিআরডিএল) পাঠানো হয়েছিল ৪০জনের লালার নমুনা। তার মধ্যে ২৮ জন পড়ুয়া ও চার আধিকারিকের রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের মধ্যে ১২ জনকে কোভিড ব্লকে ভর্তি করা হয়েছে। উপসর্গহীনদের আলাদা করে সেফ হাউজ বানিয়ে রাখা হয়েছে। এদিকে, মালবাজার সুপারস্পেশালিটির সুপারিনটেন্ডন্টও কোভিড আক্রান্ত। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
Vaskar Chakraborty
view commentsLocation :
First Published :
January 06, 2022 8:10 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Siliguri NBMCH-OSD Covid affected: করোনার কুনজরে এবার উত্তরবঙ্গ! সংক্রমিত ওএসডি, প্রিন্সিপাল, চিকিৎসক সহ একাধিক পড়ুয়া