Jalpaiguri News: রাজ্যের নীল-সাদা পরতে রাজি নয় পড়ুয়ারা, ছিঁড়ে দিল নতুন ইউনিফর্ম

Last Updated:

স্কুলের ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া নীল-সাদা ইউনিফর্ম পরতে রাজি নয় পড়ুয়ারা। প্রতিবাদে নতুন দেওয়া ইউনিফর্ম ছিঁড়ে ফেলল তারা

জলপাইগুড়ি: রাজ্য সরকার সব স্কুলের পড়ুয়াদের জন্য নীল-সাদা ইউনিফর্ম ঠিক করে দিয়েছে। বিনামূল্যে সরকারের তরফ থেকে ছেলেদের এই পোশাক দেওয়া হচ্ছে। কিন্তু সরকারি সেই নির্দেশ মানতে রাজি নয় জলপাইগুড়ির ঐতিহ্যবাহী ফণিন্দ্র দেব স্কুলের পড়ুয়ারা। এদিন তারা রাজ্য সরকারের দেওয়া নীল সাদা পোশাক না নিয়েই বাড়ি চলে গেল।
স্কুলের ঐতিহ্যবাহী পোশাক পাল্টে নীল-সাদা ইউনিফর্ম করার সিদ্ধান্ত মানতে না পেরে জলপাইগুড়ির এই স্কুলের পড়ুয়ারা মঙ্গলবার প্রতিবাদ জানায়। তারা নতুন দেওয়ার নীল-সাদা পোশাক ছিঁড়ে স্কুলের সামনে ফেলে দেয়। এই প্রসঙ্গে নবম শ্রেণির ছাত্র প্রদন্ন ঘোষ ড়লে, আমাদের আগের পোশাকের সঙ্গে অনেক, আবেগ অনুভূতি জড়িয়ে আছে। আমরা চাই না খাকি প্যান্ট-সাদা জামা ছেড়ে নীল-সাদা পরতে।
advertisement
advertisement
পড়ুয়াদের এই প্রতিবাদের বিষয়ে ফণিন্দ্র দেব স্কুলের অশিক্ষক কর্মচারি জয়প্রকাশবাবু জানান, যে জামা-প্যান্টগুলো ছেড়া অবস্থায় রাস্তায় পরে আছে সেইগুলো সরকার থেকে ছাত্রদের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্ররা স্কুলের পূর্বের ইউনিফর্ম ছেড়ে নতুন নীল-সাদা জামা-প্যান্ট পরতে চাইছে না। তাই ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে।
ঘটনা হল, শুধু জলপাইগুড়ি নয় এর আগেও স্কুলের ঐতিহ্যবাহী পোশাক পাল্টে নীল-সাদা করার বিরুদ্ধে কাঁথি সহ বিভিন্ন জায়গার পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে। রাজ্যের ছাত্র সমাজের একাংশ সরকারের এই সিদ্ধান্ত মানতে রাজি নয়।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রাজ্যের নীল-সাদা পরতে রাজি নয় পড়ুয়ারা, ছিঁড়ে দিল নতুন ইউনিফর্ম
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement