Jalpaiguri News: জলপাইগুড়িতে রেশনের বদলে দেওয়া হচ্ছে নগদ টাকা! বিরাট অভি‌যোগ ডিলারের বিরুদ্ধে

Last Updated:
রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়ার অভিযোগ 
রেশন সামগ্রীর বদলে টাকা দেওয়ার অভিযোগ 
জলপাইগুড়ি: দুয়ারে রেশন!রেশনের সামগ্রির বদলে টাকা দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ড রাজবাড়িপাড়া এলাকায় উপভোক্তার হাতে টাকা দেওয়া হচ্ছে সেই ছবি লোকাল এইট্টিন বাংলার ক্যামেরায়। এদিন রেশন ডিলার দুয়ারে রেশন নিয়ে হাজির রাজবাড়ি পাড়া এলাকায়। আর এখানেই চলছে দুয়ারে রেশন।রেশন সামগ্রী র বদলে সরাসরি টাকা দেওয়া হচ্ছিল উপভোক্তাদের।
টাকা দেওয়ার বিষয় অস্বীকার রায়কতপাড়া এলাকার ডিলার মায়া রাইস নামে রেশন ডিলারের কর্মী রানা রায় এর। রানাবাবু বলেন বাইরে এই সামগ্রী বিক্রি হয় কিছু অসাধু ব্যবসায়ী এরসঙ্গেযুক্ত বলে জানান তিনি। তবে উপভোক্তাদের টাকা লেনদেনের বিষয়েরেশন ডিলার কর্মী স্বীকার করেন।জেলা শাসক শামা পারভিন ক্যামেরার সামনে না বললেও আমাদের প্রতিনিধিকে বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
advertisement
পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, রেশন সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানোর কথা ডিলারদের, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক। অপরদিকে খাদ্য দফতর জলপাইগুড়ি সদর মহুকুমা আধিকারিক এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের ঘটনা ঘটানা ঘটার কথা নয়। সংশ্লিষ্ট রেশন ডিলারকে খোঁজ করে বিষয়টি তদন্ত করা দেখা হবে।
advertisement
ঘটনায় এক মহিলা উপভোক্তা জানান, রেশন না নিলে ডিলারের তরফ থেকে আমাদের টাকা দেওয়া হয়ে থাকে। অপরদিকে অপর এক বাসিন্দাজানান, ফ্রি তে রেশনে সামগ্রী সরকার থেকে দেওয়া হচ্ছে। এতে মানুষের অনেক উপকার হচ্ছে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়িতে রেশনের বদলে দেওয়া হচ্ছে নগদ টাকা! বিরাট অভি‌যোগ ডিলারের বিরুদ্ধে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement