Jalpaiguri News: হাতে ব্যাট নিয়ে এবার ২২ গজের মাঠে রাজগঞ্জের বিধায়ক
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে যখন মাতোয়ারা সারা বিশ্বের মানুষ ঠিক সেই সময় রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলের ফকিরা পাড়ায় খান ভাই ক্লাবের ব্যবস্থাপনায় দিবারাত্রি শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করেন উদ্যোক্তারা।
#জলপাইগুড়ি : বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে যখন মাতোয়ারা সারা বিশ্বের মানুষ ঠিক সেই সময় রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলের ফকিরা পাড়ায় খান ভাই ক্লাবের ব্যবস্থাপনায় দিবারাত্রি শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করেন উদ্যোক্তারা। খেলার উদ্বোধক ছিলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে পৌঁছে যান সেখানে। বিধায়ককে কাছে পেয়ে আয়োজকেরা অনুরোধ করেন ব্যাট হাতে ময়দানে নেমে তাকে খেলতে হবে।
আরও পড়ুনঃ হাঁটতে পারছে না ভাল করে! অসুস্থ হাতিকে বাঁচাতে তৎপর বনদফতর
আর তার খেলার মাধ্যমেই শুভ উদ্বোধন হবে। অনুরোধ রাখতে তিনি ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে পড়েন। এরপর ছয়টি বলে চারটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি হাঁকান। দর্শকেরা বিধায়ককে করতালি দিয়ে খেলা হবে বলে উৎসাহিত করতে থাকেন। খগেশ্বর রায় বলেন ছেলে বেলায় খুব খেলতাম। সারাক্ষন খেলার জন্য বাড়িতে খুব বকুনি খেতাম। এখানে আসার পর উদ্যোক্তাদের আবদার ফেরাতে পারলাম না। ব্যাট হাতে নেমে পড়লাম। কয়েকটা ছক্কা হাঁকিয়ে দিলাম।
advertisement
Surajit Dey
advertisement
Location :
First Published :
December 02, 2022 6:04 PM IST