Jalpaiguri News: স্কুলছুট হয়ে যাচ্ছে পড়ুয়ারা! সমাধানে রাজবংশী ভাষায় নয়া ছবি মুক্তি ‘ড্রপ আউট’

Last Updated:

Jalpaiguri News: সচেতনতামূলক টেলিফিল্ম, ‘ড্রপ-আউট’ সাড়া ফেলে দিল উত্তর জুড়ে। অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়ের বাড়িতে শ্যুট হওয়া প্রীতিকণা মল্লিক রায় প্রযোজিত, প্রাণেশ রায়ের কাহিনি অবলম্বনে এই ছবি বানানো হয়েছে।

+
ড্রপ

ড্রপ আউট নিয়ে রাজবংশী ভাষায় ছবি

জলপাইগুড়ি: ‘ড্রপআউট’। বর্তমানে এই শব্দটির সঙ্গে কমবেশি সকলেই বেশ পরিচিত। কেউ সংসারে অর্থের অভাবে, কেউ বা ছোট বয়স থেকেই সংসার চালানোর ভার কাঁধে তুলে কাজ খোঁজে বেরিয়ে পড়ায়, আবার কেউ পড়াশোনার প্রতি অনীহার জন্যে হামেশাই ড্রপআউট বা স্কুলছুট পড়ুয়াদের দলে নাম লেখায়। তবে এসবের মধ্যেও সবচেয়ে বেশি প্রভাব ফেলছে মোবাইল। যার জন্যে বাচ্চারা ভুল পথে গিয়ে পড়াশোনা ছেড়ে স্কুলছুট হয়ে যাচ্ছে।
এবার তাদের নিয়েই এক সচেতনতামূলক টেলিফিল্ম, ‘ড্রপ-আউট’ সাড়া ফেলে দিল উত্তর জুড়ে। অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়ের বাড়িতে শ্যুট হওয়া প্রীতিকণা মল্লিক রায় প্রযোজিত, প্রাণেশ রায়ের কাহিনি অবলম্বনে এই ছবি বানানো হয়েছে। ৩০ মিনিট দৈর্ঘ্যের এই টেলিফিল্মটির শুভ উদ্বোধন করেন ‘প্রবাহ তিস্তা তোর্সা’র সম্পাদক ড. কৃষ্ণ দেব ও অন্যান্যরা। উল্ল্যেখ্য, বর্তমান আর্থ-সামাজিক অবস্থা ও প্রযুক্তির বেনোজলের প্রেক্ষাপটে নির্মিত এই টেলিফিল্মে দেখানো হয়েছে কীভাবে দিন দিন স্কুলছুটের সংখ্যা বেড়ে চলেছে। তা যেমন চিন্তার তেমনই হতাশার।
advertisement
advertisement
স্কুলছুট শিশুদের ভয়াবহ পরিণতি নিখুঁতভাবে পরিবেশিত হয়েছে ছবিতে। ড. নির্মলবাবু এ বিষয়ে বলেন, বিশেষত গ্রামীণ বিদ্যালয়গুলিতে স্কুলছুট আটকাতে সর্বশিক্ষা মিশনের দৌলতে পার্শ্ব শিক্ষকরা ঢাল হিসেবে দাঁড়িয়েছেন। সেই ইঙ্গিতই এই ছবিতে রয়েছে। এতে কিছুটা হলেও উপকার হবে বলেই আশাবাদী তিনি।
advertisement
এক শিক্ষিকা বলেন, ‘‘রাজবংশী ভাষার সিনেমাটির মধ্যে দিয়ে বাচ্চারা কেন স্কুলছুট হচ্ছে, সেই কারণ স্পষ্ট ভাবে বোঝা যাবে। আমরা যদি এই সিনেমাটির যথেচ্ছ প্রচার করতে পারি তা হলে নিশ্চয়ই উপকার পাব। আমাদের লক্ষ্য একটাই, পড়ুয়ারা বিদ্যালয়ে আসুক, পড়াশোনা করুক, নিজেদের ভবিষ্যত উজ্জ্বল করুক।’’ এই সিনেমা দেখে পড়ুয়াদের মনে সে বিষয়ে ইতিবাচক প্রভাব পড়বে, এমনই আশাবাদী তিনি।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: স্কুলছুট হয়ে যাচ্ছে পড়ুয়ারা! সমাধানে রাজবংশী ভাষায় নয়া ছবি মুক্তি ‘ড্রপ আউট’
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement