Python Capture: নদীর জলে ওটা আবার কী উঁকি মারছে! কাছে যেতেই ভয়ঙ্কর কাণ্ড, শিউড়ে উঠলেন সকলে
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Python Capture: পাহাড়ি এলাকা থেকে ভেসে এলো একটি ১১ ফুটের অজগর
জলপাইগুড়ি: সোমবার ভোরে উত্তরবঙ্গে বিভিন্ন জেলার পাশাপাশি পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টি হয়েছে। সেই কারণে মাল ব্লকের ঘীস নদীর জল সামান্য বেড়েছিল। আর এই নদীর জলে পাহাড়ি এলাকা থেকে ভেসে এল একটি ১১ ফুটের অজগর। ঘীস নদীর জলে সকালে দিকে কিছু নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ স্নান করতে আসেন।
তখন তাঁরা নদীতে এই অজগরটিকে দেখতে পান। স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম সঙ্গীদের নিয়ে সেই অজগর সাপটিকে নদী থেকে উদ্ধার করে। তিনি বলেন, নদীতে একটি বিশাল অজগর সাপ দেখতে পান এবং তারপরে উদ্ধার করি। এরপর তারঘেরা বন দফতরকে খবর দিলে বস্তাবন্দি থেকে অজগরটিকে নিয়ে যান বন কর্মীরা।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গেছে অজগরটি সুস্থ থাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে। সেই কারণে পাহাড়ি এলাকা থেকে নদীর জলে ভেসে এসেছে অজগরটি।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2023 4:45 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Python Capture: নদীর জলে ওটা আবার কী উঁকি মারছে! কাছে যেতেই ভয়ঙ্কর কাণ্ড, শিউড়ে উঠলেন সকলে







