Primary School reopens: অবশেষে খুলতে চলেছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের দরজা, খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা

Last Updated:

বুধবার থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তারই জোরকদমে প্রস্তুতি শিলিগুড়ি সহ জলপাইগুড়ির স্কুলগুলিতে

+
চলছে

চলছে স্যানিটাইজেশন

#জলপাইগুড়ি: প্রায় তিন বছর যাবৎ করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার ফলে অবশেষে সরকারি গাইডলাইন মেনে আগামীকাল বুধবার থেকে সমস্ত স্তরের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির খোলার কথা ঘোষণা করে রাজ্য শিক্ষা দফতর। আর ক্লাসরুম ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা।
জলপাইগুড়ি ডিপিএসসি-এর চেয়ারম্যান লৈক্ষ মোহন রায়র কথায়, অনেকদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়েছে। যদিও রাজ্য সরকার সম্পূর্ণ কোভিডবিধি মেনে এবং সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে শুরু করেছিল পাড়ায় শিক্ষালয়। দেখা গেছে দুয়ারে শিক্ষালয় ব্যাপক সাড়া পাওয়া গেছে। আর আগামীকাল থেকেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার কথা ঘোষণা হয়। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শিক্ষানুরাগীদের মধ্যে। পাশাপাশি জেলা শিক্ষা দফতরের পক্ষ থেকে সমস্ত বিষয়ে নজর রাখা হবে বলে তিনি জানান।
advertisement
অন্যদিকে, এরকমই ব্যস্ততা দেখা গেল রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুলে। করোনার জেরে বহুদিন স্কুল কলেজ বন্ধ থাকায় ক্লাসরুম ও আসবাবপত্রে নোংরা জমেছে। এবার তা পরিষ্কার করার পালা। মঙ্গলবার রাজগঞ্জের ব্লকের ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহানন্দা ব্যারেজ প্রাইমারি স্কুলে চলছে সাফাইয়ের কাজ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম জানান, অনেকদিন স্কুল বন্ধ থাকায় ছাত্র ছাত্রীরা পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছিল। গতকাল সরকারি তরফে স্কুল খোলার নির্দেশিকা জারি হওয়ায় শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা সর্বত্রই যেন খুশির হাওয়া। আজ স্কুলের ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Primary School reopens: অবশেষে খুলতে চলেছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের দরজা, খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement