International mother language day: আমন্ত্রণ পাননি অশোক, তবুও জানালেন শ্রদ্ধা! অমর একুশে রাজনৈতিক তরজা শিলিগুড়িতে

Last Updated:

নাচেগানে শ্রদ্ধার সঙ্গে এদিন মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণ করা হয়। এদিন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো না হলেও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য যান এবং শহীদদের শ্রদ্ধা জানান

+
চলছে

চলছে অনুষ্ঠান

#শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের তরফে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে আমন্ত্রিত হননি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আমন্ত্রণ না পেয়েও মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানালেন অশোক ভট্টাচার্য।
সোমবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ভাবী মেয়র গৌতম দেব, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা। নাচেগানে শ্রদ্ধার সঙ্গে এদিন মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণ করা হয়। এদিন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো না হলেও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য যান এবং শহীদদের শ্রদ্ধা জানান।
advertisement
এদিকে অবশ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হবু মেয়র গৌতম দেব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'অশোক ভট্টাচার্য অনেকদিনের মন্ত্রী, মেয়র ছিলেন। তাঁর অভিজ্ঞতাকে আমরা অবশ্যই কাজে লাগাব। তাঁকে আমি সম্মান করি। তাঁর অভিজ্ঞতা এবং তাঁকে আমরা যথেষ্ট সম্মান করি।'
advertisement
অন্যদিকে, প্রাক্তন মেয়র তথা বর্ষীয়ান বামনেতা অশোক ভট্টাচার্য বলেন, 'আমাকে আমন্ত্রণ জানানো হয়নি৷ তবে কে আমন্ত্রণ জানাল বা জানাল না সেটা কোনও বিষয় না। আমাদের বোর্ডের সময় আমরা ওই শহীদ বেদী বানিয়েছিলাম৷ সেজন্য আমরা আমাদের মতো করে এসে সম্মান জানিয়ে যাচ্ছি। এতে রাজনীতির কিছু নেই।'
advertisement
উল্লেখ্য, আজ ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহরজুড়ে পালিত হচ্ছে। শহীদদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে পদযাত্রা এবং ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়েছে শিলিগুড়ি শহরজুড়ে। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এই দিনটিকে পালন করছে।
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
International mother language day: আমন্ত্রণ পাননি অশোক, তবুও জানালেন শ্রদ্ধা! অমর একুশে রাজনৈতিক তরজা শিলিগুড়িতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement