Jalpaiguri News: বিপজ্জনক অবস্থা নবনির্মিত কালভার্টের, আতঙ্কের যাতায়াত স্থানীয় বাসিন্দাদের

Last Updated:

নতুন কালভার্ট ভেঙে পড়ার উপক্রম। বিপজ্জনক অবস্থায় রয়েছে কয়েকটি বাড়ি।এই পরিস্থিতি জলপাইগুড়ির মোহিত নগর এলাকায়। 

+
title=

#জলপাইগুড়ি: ফোর লেনের নালা কাটার জলে মাটি খসে গিয়ে নতুন কালভার্ট ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিপদজনক অবস্থায় রয়েছে কয়েকটি বাড়ি।এই পরিস্থিতি জলপাইগুড়ি মোহিত নগর এলাকায়। এলাকার বাসিন্দারা দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন যাতায়াতের সমস্যার জন্য। তার সুরাহা করার জন্য সেখানে তৈরী করা হয়েছিল লক্ষাধিক টাকা ব্যয় করে একটি কালভার্ট। কয়েক মাস আগেই তৈরি হয়েছিল বিধায়ক প্রদীপ কুমার বর্মার তহবিল থেকে এই কালভার্টটি। এই কালভার্ট তৈরি হ‌ওয়ায় ঐ এলাকার কয়েকটি পরিবার পারাপারের সুবিধা হয়েছে।
কিন্তু কয়েক দিন আগে লাগাতার বৃষ্টির জন্য একটি নালা কাটা হয়। আর এই কারণে সেই নালার জলের জন্য নতুন ভাবে তৈরি করা কালভার্টের নিচের মাটির ধসে এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটি।যখন তখন পড়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।মাটি নিচের সবটা অংশ ভেঙে পড়েছে।পাশেই কয়েকটি বাড়ি আছে।যা এই কালভার্ট ভেঙে পড়লে সেই গুলিও সব পড়ে যাবে। পাশেই রয়েছে নদী।
advertisement
আরও পড়ুন: মাছ ধরার জালে উঠল দৈত্য! একেবারে রূপকথা! জলপাইগুড়ির ঘটনা চমকে দেবে!
নালার জল গিয়ে সেখানেই পড়ে। ভারী বৃষ্টি হলেকি অবস্থা হয় সেই আশঙ্কাতেই আছেন এলাকার বাসিন্দারা।
advertisement
বিষয়টি নিয়ে সজাগ হয়েছে স্থানীয় পঞ্চায়েত। এলাকার পঞ্চায়েতের তরফে তাই নির্দিষ্ট দফতরেবিষয়টি দেখার কথা জানানো হয়েছে। তবে এখনো সেই সমস্যার কোনো সুরাহা হয়নি। বাড়ি সহ খেলার মাঠ এবং পাশের একটি ক্লাব এখন তাই বিপজ্জনক ভাবে রয়েছে মোহিত নগরের ওই এলাকায়। কবে এই সমস্যার সমাধান হয় সেদিকে তাকিয়ে এলাকার মানুষ।
advertisement
গীতশ্রী মুখার্জি
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বিপজ্জনক অবস্থা নবনির্মিত কালভার্টের, আতঙ্কের যাতায়াত স্থানীয় বাসিন্দাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement