Jalpaiguri News: অষ্টম শ্রেনীর ছাত্র অনির্বাণের ন্যাশনাল অ্যাথলেটিক্সে সোনা জয়

Last Updated:

জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতল বোলবাড়ি নীলকান্ত পাল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অনির্বাণ অধিকারী। প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে অনির্বাণ। অনির্বাণের বাবা কমল অধিকারী পেশায় দিনমজুর, মা মিনতি অধিকারী গৃহ কাজ করেন।

#জলপাইগুড়ি : জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে সোনা জিতল বোলবাড়ি নীলকান্ত পাল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অনির্বাণ অধিকারী। প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে অনির্বাণ। অনির্বাণের বাবা কমল অধিকারী পেশায় দিনমজুর, মা মিনতি অধিকারী গৃহ কাজ করেন। ছেলের এই সাফল্যে বোলবাড়ি এলাকা জুড়ে আনন্দে ভাসছে সকলে। উচ্ছ্বাসে অনির্বাণের শিক্ষক শিক্ষিকা থেকে সতীর্থরা। অনির্বাণের বাড়িতে অনেক লোকজন আসছেন, মিষ্টি খাওয়াচ্ছেন অনির্বাণের এই সাফল্যের জন্য। অনির্বাণ জানায়, চলতি বছরে ঝাড়খন্ডে অনুষ্ঠিত ইস্ট জোন মিটে তৃতীয় স্থান অধিকার করে সে, পাশাপাশি ৩৭ তম জাতীয় মিটে অংশগ্রহণ করার ছাড়পত্রও পায়।
আসামের গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র অ্যাথলেটিক মিটে ট্রায়াথলন বিভাগে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে। অনুর্ধ ১৪ বালক বিভাগে স্বর্ণপদক অর্জন করে অনির্বাণ। বাবা কমল অধিকারী ও মা মিনতি অধিকারী আনন্দে দুই চোখ জল ভরা অবস্থায় বললেন, ছোটবেলা থেকেই তাদের ছেলে অনির্বাণ অধিকারী খেলাধুলার প্রতি খুবই আগ্রহী এবং বিদ্যালয়ের শিক্ষক রাজিব ভট্টাচার্য অনির্বাণের খেলাধুলার প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের অগ্রণী ভূমিকায় আজকে তাদের ছেলের এই সাফল্য।
advertisement
আরও পড়ুনঃ বেহাল দশা চেল সেতুর! ভগ্নপ্রায় সেতু দিয়েই চলছে ঝুঁকির পারাপার
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজিব ভট্টাচার্য জানান, অনির্বাণ খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। কঠোর অনুশীলন এবং অদম্য জেদ অনির্বাণের সাফল্যের মূল চাবিকাঠি। আগামী দিনে ভালো সফলতা অর্জন করবে এই কামনাই করেন তিনি। এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় অনির্বাণের এই সাফল্যে আনন্দিত। তিনি অনির্বাণকে সম্বর্ধনা দেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিশেষে অনির্বাণ জানায়,আগামী দিনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চান এখন সেটাই তার লক্ষ্য।
advertisement
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অষ্টম শ্রেনীর ছাত্র অনির্বাণের ন্যাশনাল অ্যাথলেটিক্সে সোনা জয়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement