Jalpaiguri: শতবর্ষ প্রাচীন ময়দানে প্রাচীর! মানতে রাজী নন স্থানীয়রা

Last Updated:

শতবর্ষ প্রাচীন আই‌এম‌এ ময়দানে প্রাচীর তোলার উদ্যোগ মেনে নিতে পারছেন না এলাকাবাসী। জলপাইগুড়ির অত্যন্ত পরিচিত মাঠ করলা পাড়ে অবস্থিত মাঠ।

+
title=

#জলপাইগুড়িঃ শতবর্ষ প্রাচীন আই‌এম‌এ ময়দানে প্রাচীর তোলার উদ্যোগ মেনে নিতে পারছেন না এলাকাবাসী। জলপাইগুড়ির অত্যন্ত পরিচিত মাঠ করলা পাড়ে অবস্থিত মাঠ। কেউ এই মাঠকে চেনেন সমাজপাড়া মাঠ বলে কেউ সমাজপাড়া মাঠ বলে।মাঠের বয়স প্রায় ১০০ বছর। স্থানীয় বাসিন্দা‌দের দাবি এই মাঠে গত ৬৫ বছর ধরে দুর্গা পুজো করে আসছেন এলাকার মানুষ। তাছাড়া এলাকার ছোটরা এখানে খেলাধূলো করে, বড়রা ওয়াক করেন। এভাবেই বহু বছর ধরে এই মাঠটির সাথে নানা আবেগ জড়িয়ে রয়েছে জলপাইগুড়িবাসীর। কিন্তু আচমকা এই মাঠে সীমানা তোলার উদ্যোগ? মন সায় দিচ্ছে না সমাজ পাড়ার স্থানীয়দের।
 
 
advertisement
জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় অবস্থিত প্রাচীন ব্রাক্ষ্মসমাজের মাঠ বর্তমানে আই‌এম‌এ মাঠ বলেই পরিচিত। এই মাঠে সারা বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সভা করেন। মেলাও অনুষ্ঠিত হয়। এছাড়া সমাজপাড়া‌র স্থানীয় বাসিন্দারা এখানে দুর্গা পুজো‌র আয়োজন করেন প্রতি বছর। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএম‌এ) কর্তৃপক্ষ একটি জেসিবি মেশিন দিয়ে গর্ত খুঁড়ে এই মাঠের চারদিকে দেওয়াল তোলার পরিকল্পনা নিয়েছে এমনটাই দেখা যাচ্ছে। শুরুও হয়েছে কাজ।
advertisement
 
কিন্তু দীর্ঘ দিনের আবেগজড়িত এই মাঠে কিছুতেই তারা প্রাচীর তুলতে দেবেন না- এমনটাই দাবি স্থানীয়দের। এই ঘটনার বিরোধিতা করে ময়দানে নেমে প্রতিবাদ করেছেন এলাকার শতাধিক মানুষ। তারা সমস্ত কাজ বন্ধ করে দিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন। শুধু কি তাই?প্রাচীর গড়ার জন্য আনা যন্ত্রাংশ দিয়ে গর্ত বোজানোর চেষ্টাও করছেন- এমন ছবিও সামনে এসেছে। এই ইট কাঠ বালির মধ্যেই তারা প্রতিবাদ জানিয়ে এবছরের পুজোর খুটিপুজো করেছেন। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা ঘোষ বলেন, এই মাঠে কিছুতেই তারা দেওয়াল তুলতে দেবেন না।
advertisement
 
এই নিয়ে আই‌এম‌এ কর্তৃপক্ষ‌কে লিখিত দেওয়ার দাবি জানান তিনি। ওপর এক বাসিন্দার কথায়, এই মাঠে আমাদের আবেগ জড়িত। এখানে এভাবে প্রাচীর আমরা মেনে নিতে পারছিনা।অন‍্যদিকে আইএম‌এ- জেলা সম্পাদক ডাঃ সুশান্ত রায় বলেন, এখানে একটি পার্ক গড়ে তোলা সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এজন্য দেওয়াল তোলার কাজ শুরু করা হয়েছিল।
advertisement
 
 
 
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: শতবর্ষ প্রাচীন ময়দানে প্রাচীর! মানতে রাজী নন স্থানীয়রা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement